‘ফাতিমা’ চলচ্চিত্রের একটি দৃশ্য
প্রেক্ষাগৃহে মুক্তির আট মাস পর ওটিটিতে আসছে অভিনেত্রী তাসনিয়া ফারিণের সিনেমা ‘ফাতিমা’। সিনেমার পরিচালক ধ্রুব হাসান গণমাধ্যমকে জানান, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে আগামী ২০ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। তিনি বলেন, গত বছরই ওটিটিতে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের প্রেক্ষাপটে ওটিটিতে ফাতিমার মুক্তি পিছিয়ে যায়। এর মধ্যে দুইটি চলচ্চিত্র উৎসব ঘুরে এসেছে ‘ফাতিমা’। দেখান হয়েছে গেল মাসে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও। এখন ওটিটির দর্শকও সিনেমাটি দেখতে পারবেন, সেটি ভালো লাগার একটি বিষয়, বলেন পরিচালক ধ্রুব।
‘ফাতিমা’ এক নারীর সংগ্রামের গল্প। পরিবার ছেড়ে ঢাকা শহরে একটি মেয়ের নতুন করে জীবন শুরু করার সংগ্রাম নিয়ে গল্প। গেল বছর ২৪ মে মুক্তি পায় সিনেমাটি। এই সিনেমার নির্মাণ শুরু হয়েছিল তারও প্রায় আট বছর আগে। কাজ শুরু হওয়ার পর মাঝখানে দীর্ঘদিন বন্ধ ছিল সিনেমার কাজ। অনেক বাধা-বিপত্তি পেরিয়ে নির্মাণ শেষ করেন নির্মাতা ধ্রুব হাসান। তখন সিনেমার নাম দেওয়া হয়েছিল ‘দাহকাল’। কিন্তু গল্পের বিকাশের সঙ্গে সঙ্গতি রেখে পরবর্তীতে এর নাম রাখা হয় ‘ফাতিমা’। গত বছর ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পায় ‘ফাতিমা’। সিনেমায় আরও অভিনয় করেছেন সংগীতশিল্পী পান্থ কানাই, তারিক আনাম খান, ইয়াশ রোহান, শাহেদ আলী সুজন।