ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

ভাইরাল হলো জানভি কাপুরের ভেলেনটাইন্স লুক! রিক্রিয়েট করবেন যেভাবে

প্রকাশিত: ২০:১৮, ৭ ফেব্রুয়ারি ২০২৫

ভাইরাল হলো জানভি কাপুরের ভেলেনটাইন্স লুক! রিক্রিয়েট করবেন যেভাবে

ছবিঃ সংগৃহীত

জানভি কাপুরের লুক দেখে তো মনের ভেতর একটা হইচই শুরু হয়ে গেছে! আপনি জানেনই, জানভি কীভাবে সবসময় গ্ল্যামারের সাথে ঝলক লাগিয়ে আমাদের সামনে আসেন। এবারও সে এমন এক লুক নিয়ে হাজির হয়েছে, যা আপনি সহজেই আনতে পারেন। রাসারিও ডিজাইনের এক দারুণ লেস স্যাটিন কোরসেট ম্যাক্সি ড্রেস পরে, ভলিউমাস হেয়ার আর স্নিগ্ধ রোজি মেকআপে যেন আরো রাঙিয়ে ফেলেছে তাকে।

এখন, যদি আপনি ভ্যালেন্টাইন'স ডে বা কোনো স্পেশাল দিনে একটু রোমান্টিক কিন্তু সিম্পল কিছু খুঁজছেন, জানভি কাপূরের এই লুক থেকে আপনি মিক্স অ্যান্ড ম্যাচ করে খুব সহজেই পেতে পারেন। ভাবুন, শীতকালের শুরুর সেই ঠাণ্ডা ঠাণ্ডা লালচে গাল, নাকের ব্রিজে সাদা শিমারের ঝলক আর পেটাল পিঙ্কish লিপ! আহ, নিখুঁত!

আপনি যদি এই লুকটা করতে চান, তাহলে যা করতে হবে:

বেস: প্রথমে খুব সিম্পল একটা বেস রাখতে হবে, ফাউন্ডেশনটা ঝরঝরে হবে, এরপর লুজ পাউডার দিয়ে সেট করে নিতে হবে।

ব্লাশ: এরপর ব্লাশ দিন, আপনি পিচি বা পিঙ্ক যেটা পছন্দ করেন, ভালো করে গালের হাই পয়েন্টে মিশিয়ে নিন। ফ্রেকল পেন দিয়ে নাক আর গালে ছোট ছোট ডটস তৈরি করুন।

হাইলাইটার: নাকের ব্রিজ, গালের টিপ, কিউপিড বাও আর চোখের ভিতরের কোণে হাইলাইটার দিয়ে তাতে একটু চমক দিন।

আইশেডো: চোখে ডাস্টি রোজ রঙের আইশেডো লাগান, তারপরে মাসকারা দিয়ে চোখটা আরো সুন্দর করে তুলুন।

লিপস্টিক: শেষে পেটাল পিঙ্ক লিপস্টিক দিয়ে পুরো লুকটা সুন্দর করে শেষ করুন। গালের ব্লাশের সাথে মিলিয়ে ঠোঁটটা লাগাতে পারেন, পুরো লুকটা যেন একদম ফ্রেশ লাগুক। 

তথ্যসূত্রঃhttps://www.facebook.com/share/19sp4owSto/

মারিয়া

×