ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

‘মৃত্যু নিশ্চিত সামনে আসলেও যেটা ন্যায় সেটাকে ন্যায়ই বলব, যেটা অন্যায় সেটাকে অন্যায়’

প্রকাশিত: ১৫:৩১, ৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৫:৩৪, ৭ ফেব্রুয়ারি ২০২৫

‘মৃত্যু নিশ্চিত সামনে আসলেও যেটা ন্যায় সেটাকে ন্যায়ই বলব, যেটা অন্যায় সেটাকে অন্যায়’

ছবি: সংগৃহীত।

শোবিজের পরিচিত মুখ রুকাইয়া জাহান চমক তার সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তবে তার পরিচয় শুধু অভিনেত্রী হিসেবে সীমাবদ্ধ নয়, তিনি একজন চিকিৎসকও। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় থাকেন চমক। প্রায়ই নিজের অনুভূতি, মতামত কিংবা ছবি-ভিডিও শেয়ার করেন ভক্তদের সঙ্গে।

সাম্প্রতিক সময়ে, ৭ই ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে, রুকাইয়া জাহান চমক তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন:

“কোনো একটি রাজনৈতিক দলের প্রতি ভালোবাসা এবং গোটা দেশকে ভালোবাসা এক জিনিস না। দুটোকে মিলিয়ে ফেলবেন না।
স্বৈরাচারী সরকার ৫ই আগস্ট পতন না হলে, আমরা যারা আন্দোলনে নেমেছিলাম, আমাদেরকে দেশদ্রোহীতার অভিযোগে নিশ্চিহ্ন করে ফেলতো। সেই ভয়েও আমরা রাস্তায় নেমেছিলাম। তাই আমরা জীবনের ভয় করি না।
মৃত্যু নিশ্চিত, সামনে আসলেই যেটা ন্যায্য সেটাকে ন্যায্য বলবো, যা অন্যায় সেটাকে অন্যায়।
তাই যারা এখনো ভয় দেখানোর চেষ্টা করছেন, তারা দুইটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমান। নিজের মুরগির মতো প্রাণ বাঁচিয়ে বিড়ালের মতো বাঁচতে থাকুন। আমরা বাঘের মতো একদিন বাঁচতে পারলেও গর্বিত। ধন্যবাদ।”

নুসরাত

×