![আমার কিছু হারানোর ভয় নেই আমার কিছু হারানোর ভয় নেই](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/11zon_resized-70-2502070836.jpg)
ছবিঃ দীপ্তি চৌধুরী ,সংগৃহীত
উপস্থাপিকা দীপ্তি চৌধুরী প্রথম আলোচনায় আসেন জাস্টিস মানিকের সঙ্গে শো করার পর। এরপর থেকে তিনি উপস্থাপনার জগতে শক্তিশালী অবস্থান গড়ে তুলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়, তিনি কীভাবে নিরপেক্ষ উপস্থাপনার মাধ্যমে সত্যকে সামনে আনেন।
এ প্রসঙ্গে দীপ্তি বলেন, "আমার আসলে কিছু হারানোর ভয় নেই। আমি চিন্তা করি না যে পরবর্তীতে কেউ আমাকে ডাকবে কি না। আমি যথেষ্ট পড়াশোনা করে, বুদ্ধিভিত্তিক জায়গা থেকে চেষ্টা করি আমার কাজটি সঠিক কি না।"
তার এই বক্তব্য থেকে স্পষ্ট, তিনি সাংবাদিকতার নীতিমালার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং সত্য প্রকাশের ক্ষেত্রে আপসহীন। তার উপস্থাপনার ধরন ও গবেষণাধর্মী আলোচনা তাকে দর্শকদের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য করে তুলেছে।
সাংবাদিকতার ক্ষেত্রে সাহসী অবস্থান ও বস্তুনিষ্ঠ উপস্থাপনার কারণে দীপ্তি চৌধুরী এখন আলোচনা ও প্রশংসার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।
সূত্রঃ https://www.facebook.com/reel/
জাফরান