ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

শাওনের গ্রামের বাড়িতে ভাঙচুর-অগ্নি সংযোগ 

নিজস্ব সংবাদদাতা,  জামালপুর

প্রকাশিত: ০২:০৭, ৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৩:১১, ৭ ফেব্রুয়ারি ২০২৫

শাওনের গ্রামের বাড়িতে ভাঙচুর-অগ্নি সংযোগ 

শাওনের গ্রামে বাড়িতে ভাঙচুরসহ অগ্নিসংযোগ

মাইক দিয়ে গান বাজিয়ে জামালপুরের নরুন্দিতে মেহের আফরোজা শাওনের গ্রামে বাড়িতে ভাঙচুরসহ অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। 

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নরুন্দি এলাকায় দুই তলা এই অগ্নি সংযোগ করে বোলডুজার কর্মসূচি পালন করছে তারা। অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, তাঁর গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলার নরুন্দি।অন্য দিকে বিকেলে জামালপুরের শহরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাড়িতেও আগুন দেয় বিক্ষুব্ধরা৷ 

জামালপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, ছাত্র জনতার উদ্দেশ্য ভাসান দেওয়ার কথা বলে সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসদের উদ্দেশ্য ভাষন দেয়। সেই থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা এসে বাড়ি ভাঙচুর করে ও আগুন দেয়। পরে আমরা এসে আগুন নিভিয়ে ফেলার চেষ্টা করি। 

এ বিষয়ে জামালপুর থানার নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ লুৎফর রহমান বলেন, বিষয়টি শুনেছি, তবে কে বা করার করেছে বলা যাচ্ছে না। 

শহীদ

×