![শিল্পী ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মৎস্য উপদেষ্টা শিল্পী ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মৎস্য উপদেষ্টা](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/04-2502061930.jpg)
সংগীতশিল্পী ফরিদা পারভীনকে দেখতে আজ হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
দেশের বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীনকে দেখতে আজ হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এ শিল্পীকে দেখতে যান। এ সময় উপদেষ্টা অসুস্থ ফরিদা পারভীনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসার ব্যাপারে কথা বলেন।
চিকিৎসকরা জানান, প্রথম অবস্থায় ফরিদা পারভীনের ৬০ লিটার অক্সিজেনের প্রয়োজন হতো। বর্তমানে অবস্থার উন্নতি হওয়ায় দুই লিটার অক্সিজেন লাগছে। এই মুহূর্তে ফরিদা পারভীনের অবস্থার উন্নতি হলেও তিনি সম্পূর্ণ শঙ্কামুক্ত নন।
পরিদর্শনকালে ইউনির্ভাসেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী, বেসরকারি সংস্থা উবিনীগের পরিচালক সীমা দাস সীমু প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে, গত ১ ফেব্রুয়ারি শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন ফরিদা পারভীন। বর্তমানে তিনি কেবিনে আছেন।
প্রসঙ্গত, ফরিদা পারভীন ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত পরিবেশন শুরু করেন। পরে ১৯৭৩ সালের দিকে দেশের গান গেয়ে তিনি জনপ্রিয়তা লাভ করেন। এরপর ১৯৮৭ সালে সংগীতে বিশেষ অবদানের জন্য ফরিদা পারভীন একুশে পদক পান। এ ছাড়া ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন।
১৯৯৩ সালে সিনেমার গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এ শিল্পী।
শহীদ