![ইউটিউবে রাপ্তির গান প্রকাশ ইউটিউবে রাপ্তির গান প্রকাশ](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/21-2502061428.jpg)
রাপ্তি সারওয়াত
অস্ট্রেলিয়া প্রবাসী কণ্ঠশিল্পী রাপ্তি সারওয়াত। পেশায় ডাক্তার হয়েও নিয়মিত সংগীতচর্চা করেন। সম্প্রতি রাপ্তি সারওয়াত ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে বাংলা ছায়াছবির অনন্য জনপ্রিয় গান ‘একা আছি তো কি হয়েছে’। গানটি সম্পূর্ণ নতুন আঙ্গিকে সংগীতায়োজন করেছেন কানাডা প্রবাসী পল্লবী মজুমদার। গানটির ভিডিও ডিরেকশনে ছিলেন জোবায়ের শাওন। গানটি মুক্তির পর রাপ্তির চমৎকার কণ্ঠ ও মিউজিক ভিডিওতে তার প্রাণবন্ত উপস্থাপন প্রশংসা কুড়িয়েছে। রাপ্তি বলেন, ছোটবেলা থেকেই তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী রুনা লায়লার একজন ভক্ত। রুনা লায়লার কণ্ঠের মাধুর্য আর অতুলনীয় গায়কী রাপ্তির হৃদয়ে সবসময়ই দোলা দেয়। তার একটি গান করার ইচ্ছা রাপ্তির অনেক আগে থেকেই ছিল। ‘একা আছি তো কি হয়েছে’ একটি মিষ্টি প্রেমের গান। যেটা আমি গাওয়ার জন্য নির্বাচন করি। নজরুল গীতি শিক্ষায় রাপ্তির সংগীত জীবনের সবচেয়ে বেশি সময় কাটালেও আধুনিক বা লোকসংগীতে রাপ্তি সমান পারদর্শী। অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেটে গান গাওয়ার অভিজ্ঞতা আছে রাপ্তির। তার স্বামী সাব্বিরও একজন সংগীতশিল্পী।