![আসছে ‘ম্যায় হু না’র সিক্যুয়েল আসছে ‘ম্যায় হু না’র সিক্যুয়েল](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/1711625080_main-hoon-na-2-min-2502060758.jpg)
ছবি : সংগৃহীত
শাহরুখ ভক্তদের জন্য এলো সুখবর!‘ম্যায় হু না’র দ্বিতীয় কিস্তি আসতে চলেছে। ২০০৪ সালে ‘ম্যায় হু না’য় পরিচালক ফারহা খানের সঙ্গে প্রথমবারের মতো কাজ করেন শাহরুখ। এবার আসছে দ্বিতীয় কিস্তি।
কিন্তু ছবিটিতে শাহরুখ থাকবেন কিনা, তা নিয়ে রয়েছে প্রশ্ন। এই খবর ছড়াতেই ভক্তদের মনে প্রশ্ন শাহরুখ থাকবে তো?
পিঙ্কভিলার এক প্রতিবেদন অনুসারে, ‘ম্যায় হু না টু’ তৈরি নিয়ে উচ্ছ্বসিত শাহরুখ খান। তিনি সিনেমার চিত্রনাট্য শেষ হওয়ার অপেক্ষায় আছেন।
২০২৫ সালের মাঝামাঝি সময়ে প্রথম খসড়া শুনবেন, এবং তারপরেই অভিনয়ের সিদ্ধান্ত নেবেন বলে ধারণা করা হচ্ছে।