ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

সারেগামাপার ফাইনাল প্রচারের আগেই বিজয়ীর নাম ফাঁস!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৬:৫৯, ৬ ফেব্রুয়ারি ২০২৫

সারেগামাপার ফাইনাল প্রচারের আগেই বিজয়ীর নাম ফাঁস!

সারেগামাপা

২০১৫ সালের সারেগামাপার বিজয়ী সৌম্য চক্রবর্তী এবার শিরোনামে এক নতুন কারণে। এবারের সারেগামাপার গ্র্যান্ড ফিনালের শ্যুটিং শেষ হতে না হতেই তিনি ফাঁস করে দিলেন বিজয়ীদের নাম! 
 
সারেগামাপার ফাইনাল পর্বের শ্যুটিং শেষ হতেই সৌম্য চক্রবর্তী তার ফেসবুকে লিখলেন, 'পারফেক্ট জাজমেন্ট!'— সঙ্গে জানিয়ে দিলেন এবারের শো-তে একজন নয়, 'দু'জন বিজয়ী' হয়েছেন। 

যদিও কিছুক্ষণ পরই তিনি পোস্টটি মুছে দেন। তবে ততক্ষনে তার এই পোস্ট ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এরপরই শুরু হয় তুমুল আলোচনা। ফাইনালের আগে এমন তথ্য ফাঁস করায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, এভাবে মজা নষ্ট করে দিলেন!, কেউ আবার বলেছেন, এটা একদম ঠিক নয়!  

চ্যানেলের প্রকাশিত নতুন প্রোমো অনুযায়ী, গ্র্যান্ড ফিনালের দৌড়ে রয়েছেন আরাত্রিকা সিনহা, অনীক জানা, অতনু মিশ্র। তবে সেরা পাঁচে আরও কোন দু’জন জায়গা পাবেন, তা এখনও রহস্যই রয়ে গেছে।  এবারের সারেগামাপায় নেই কোনও মেন্টর, বদলে বিচারকের আসনে রয়েছেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায় ও জাভেদ আলি। 

৩১ জন প্রতিযোগী নিয়ে শুরু হওয়া এই সঙ্গীত প্রতিযোগিতার সঞ্চালক হিসেবে রয়েছেন আবির চট্টোপাধ্যায়। ফাইনালের ফলাফল টেলিভিশনের পর্দায় প্রকাশিত হওয়ার আগেই সৌম্য চক্রবর্তীর এই পোস্ট নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তবে বিজয়ীদের নাম জানতে দর্শকদের অপেক্ষা করতেই হবে গ্র্যান্ড ফিনালের সম্প্রচার পর্যন্ত!

শহীদ

×