![ইতিহাস ফিরে ফিরেই আসে এবং আসবে: শ্রাবণ্য ইতিহাস ফিরে ফিরেই আসে এবং আসবে: শ্রাবণ্য](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/15-1-2502051940.jpg)
ছবি: সংগৃহীত
উপস্থাপক, মডেল ও অভিনেত্রী শ্রাবণ্য তৌহিদা সম্প্রতি তার ফেসবুক পোস্টে ইতিহাসের পুনরাবৃত্তি নিয়ে মন্তব্য করেছেন।
তিনি লিখেছেন, "ইতিহাস ফিরে ফিরেই আসে এবং আসবে! যারা উল্লাস করছি সেটা যেমন অসহ্য, যারা মানুষ মেরেছিল তারাও অমানবিক এবং বর্বর ছিল!"
তার এই বক্তব্যের মাধ্যমে তিনি অতীতের ঘটনাগুলোর পুনরাবৃত্তি এবং সেগুলোর মানবিক ও নৈতিক দিক নিয়ে নিজের মত প্রকাশ করেছেন। শ্রাবণ্যর পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে, যেখানে অনেকেই তার কথার সাথে একমত পোষণ করেছেন, আবার কেউ কেউ সমালোচনা করেছেন।
এম.কে.