ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

অতি রমণী না পায় ঘর: শাহরিয়ার নাজিম জয়

প্রকাশিত: ০০:৩৫, ৬ ফেব্রুয়ারি ২০২৫

অতি রমণী না পায় ঘর: শাহরিয়ার নাজিম জয়

ছবি: সংগৃহীত

অভিনয়ে, নির্মাণে, উপস্থাপনায়-নিজেকে দুই দশকেরও বেশি সময় ধরে প্রমাণ করে চলেছেন শাহরিয়ার নাজিম জয়।

৫ ফেব্রুয়ারি সামাজিক মাধ্যমে লিখেছেন, মহানবী বলেছিলেন মধ্যপন্থা অবলম্বন করতে। আমরা জানি তার প্রতিটি কথা এখন বিজ্ঞান দ্বারা প্রমাণিত। আমরা সার্থক আমরা এই নবীর উম্মত।

এরপর লেখেন, আজ দেখলাম পৃথিবীর অন্যতম সেরা ডাক্তার দেবি শেঠি তার এক কলামে লিখলেন শরীর রক্ষার জন্য মধ্যপন্থা অবলম্বন করতে। ডায়েটিং কিংবা ব্যায়াম কিংবা উদ্দীপক ঔষধ কোনোকিছুই যেন অতিরিক্ত না হয়। আসলেই মধ্যপন্থা অবলম্বন করলেই সকল বিষয়ে আত্মতৃপ্তি এবং শান্তি মিলবে। তা হোক টাকা স্ট্যাটাস খ্যাতি কিংবা ব্যস্ততা। সর্বক্ষেত্রে মধ্যপন্থা। আমরা অনেকেই বাইরে বাইরে নিজেদেরকে সুখী দেখানোর চেষ্টায় ব্যস্ত। কিন্তু প্রকৃত সুখটা থাকতে হবে অন্তরে। অন্তরের সুখ চেহারায় ছাপ ফেলবেই। প্রবাদ আছে অতি রমণী না পায় ঘর। চোখের সামনে হাজার উদাহরণ।
 

শিলা ইসলাম

×