ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

যে অভিনেতাকে অপহরণ করতে চান শ্রাবন্তী

প্রকাশিত: ২০:৩১, ৫ ফেব্রুয়ারি ২০২৫

যে অভিনেতাকে অপহরণ করতে চান শ্রাবন্তী

ছবি: সংগৃহীত।

বিদেশে প্রেম করছেন শ্রাবন্তী ও জিতু—গত বছর এই খবরটি টলিপাড়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। পরে জানা যায়, এটি ছিল শুধুমাত্র একটি নতুন সিনেমার প্রমোশনাল স্টান্ট। যেই সিনেমাটি নিয়ে এত আলোচনা, তার নাম ‘বাবু সোনা’। ছবিতে অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও জিতু কমল, আর পরিচালনা করেছেন অংশুমান প্রত্যুষ।

এই সিনেমাটি ভ্যালেন্টাইন্স ডে-তে মুক্তি পেতে চলেছে। সিনেমার দুটি গান ইতোমধ্যেই দর্শকদের কাছে পৌঁছে গেছে। মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে 'বাবু সোনা'-এর ট্রেলার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির নায়িকা শ্রাবন্তীও।

এ সময় শ্রাবন্তীকে প্রশ্ন করা হয়, ‘বাবু সোনা’ নামটি এতটা আদরপূর্ণ, তাহলে যদি তাকে এই নামটি কাউকে দিতে হতো, কাকে দিতেন? এক সুমিষ্ট হাসি দিয়ে শ্রাবন্তী বলেন, ‘এখন তো জিতুকেই ডাকব’।

এছাড়া ছবির প্রেক্ষাপটে এক অপহরণের ঘটনাও রয়েছে, যার মাধ্যমে একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ে বাবু এবং সোনা। শ্রাবন্তীকে জিজ্ঞাসা করা হয়, ‘যদি ইন্ডাস্ট্রি থেকে কোনো ব্যক্তিকে অপহরণ করার সুযোগ পেতেন, তাহলে কাকে অপহরণ করতেন?’ খানিকটা ভাবনার পর অভিনেত্রী হাসতে হাসতে বলেন, ‘যদি কিডন্যাপ করতেই হয়, তাহলে হয়তো জিতদাকে করতে পারি!’ এরপর সবাই হেসে ওঠে।

‘বাবু সোনা’ ছবির প্রযোজনায় রয়েছে এসকে মুভিজ। এই ছবিতে জিতু ও শ্রাবন্তী ছাড়াও অভিনয় করেছেন পায়েল সরকার, অ্যালেকজান্দ্রা টেলর, অত্রি ভট্টাচার্য, বুদ্ধদেব ভট্টাচার্য এবং সাগ্নিক চট্টোপাধ্যায়।

নুসরাত

×