ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

অভিনেত্রী রিমু রোজা

আমার জানাজা হবে কিনা আমি জানি না

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২০:২২, ৫ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:৩৩, ৫ ফেব্রুয়ারি ২০২৫

আমার জানাজা হবে কিনা আমি জানি না

ছবিঃ সংগৃহীত

অভিনেত্রী রিমু রোজা খন্দকার, যিনি টেলিভিশন পর্দায় একাধিক চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন, সম্প্রতি আরজে নিরবের সাথে একটি সাক্ষাৎকারে তার ব্যক্তিগত জীবনের কষ্টের কথা শেয়ার করেছেন। তিনি বলেন, তার মা, জনপ্রিয় অভিনেত্রী প্রিন্সেস টিনা, মারা যাওয়ার পর তার জীবনে এক কঠিন সময় শুরু হয়। মায়ের মৃত্যুর পর তার দায়িত্ব নেয়ার মতো কেউ ছিল না এবং একসময় এককভাবে জীবনযুদ্ধে লড়তে হয়েছে তাকে।

রিমু আরও জানান, "আমার জানাজা হবে কিনা, আমি জানি না। এমন কাউকে পাইনি, যে আমাকে 'আপন' মনে করবে।" এই কথা বলেন তিনি যখন তার একাকিত্ব ও পরিবারের অভাবের কথা তুলে ধরেন। তবে তিনি জানিয়ে দেন, তার ফোনের প্রয়োজনীয় নাম্বারে একমাত্র অভিনেতা নিলয় আলমগীরের নাম্বার রয়েছে, যাকে তিনি ছোট ভাইয়ের মতো ভালোবাসেন এবং তার প্রতি বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে।

অথচ এত কষ্টের পরও, অভিনয়ের প্রতি তার ভালোবাসা এবং সংগ্রামের শক্তি তাকে আজও এই পেশায় ধরে রেখেছে।

সূত্র: https://www.youtube.com/watch?v=jWb3Qw00GaY&ab_channel=RjNirob

জাফরান

×