![প্রাক্তনদের নিয়ে প্রিয়াঙ্কা প্রাক্তনদের নিয়ে প্রিয়াঙ্কা](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/5-2502051304.jpg)
প্রিয়াঙ্কা চোপড়া
নিক জোনাসকে ভালোবেসে বিয়ে করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে এটি তার প্রথম প্রেম ছিল না। বলিউডে একাধিক তারকার সঙ্গে প্রেমের অভিজ্ঞতা কেমন ছিল, জানালেন পিগি চপস। ২০১৮ সালে ১০ বছরের ছোট নিক জোনাসকে বিয়ে করে রীতিমতো খবরের শিরোনাম ছিনিয়ে নিয়েছিলেন বলিউড অভিনেত্রী। প্রাক্তনদের নিয়ে কথা বলতে গিয়ে কোনো রূপ কথার গল্প টেনে নিয়ে এলেন অভিনেত্রী? সম্প্রতি হার্পাস বাজারের সঙ্গে একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, নিককে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার অন্যতম কারণ ছিল সে পরিবার চেয়েছিল। অন্য কারোর মধ্যে এই ব্যাপার ছিল না। আগে আমি অনেক সম্পর্কেই জড়িয়ে ছিলাম কিন্তু কোনো সম্পর্কে সততা ছিল না। তিনি আরও বলেন, আমি এমন কাউকে চেয়েছিলাম যে নিজের পোশাক সম্পর্কে ভীষণ সচেতন থাকে। আমি যে তোমার পোশাক নিয়ে খুব সচেতন তাই এটা আমার স্বামীর মধ্যেও থাক আমি চেয়েছিলাম। এমন কাউকে আমার জীবনসঙ্গী হিসেবে চেয়েছিলাম যার মধ্যে বড় হওয়ার উচ্চাকাক্সক্ষা থাকে। বড় হওয়ার স্বপ্ন দেখার শক্তি থাকলে তবেই বড় হওয়া যায়।
মালতীর মা আরও বলেন, নিক না থাকলে হয়তো এখন আমি বিয়ে করতাম না। আমি এমন কাউকে চেয়েছিলাম যে আমাকে সম্মান দেবে। একজন রাজপুত্রকে খুঁজে পাওয়ার জন্য অনেক ব্যাঙকে চুমু খেতে হয়। ঠিক যেমন কল্পকাহিনীতে দেখানো হয়েছিল।
২০১৮ সালে ১ এবং ২ ডিসেম্বর রাজস্থানের যোধপুরে উমেদ ভবন প্রাসাদে বিয়ে করেন প্রিয়াঙ্কা। প্রথমে খ্রিস্টান এবং তারপর হিন্দু মতে বিয়ে করেন এই তারকা দম্পতি। ২০২২ সালের জানুয়ারি মাসে স্যারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন প্রিয়াঙ্কা।
দীর্ঘদিন বিদেশে থাকার পর বর্তমানে মুম্বাই ফিরে এসেছেন প্রিয়াঙ্কা। কাজের পাশাপাশি একমাত্র ভাইয়ের বিয়ে উপলক্ষে তিনি এসেছেন ভারতে। তবে শুধু প্রিয়াঙ্কা নন, মেয়ে মালতীও ভারতে এসেছে মামার বিয়েতে আনন্দ করার জন্য।