ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

ফ্লাওয়ার ফেস্টে জেমস

আনন্দকণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৯:০০, ৫ ফেব্রুয়ারি ২০২৫

ফ্লাওয়ার ফেস্টে জেমস

নগর বাউল জেমস

চট্টগ্রামে অনুষ্ঠিতব্য ‘ফ্লাওয়ার ফেস্ট’-এর ‘গালা নাইট’ কনসার্টে আজ গাইবেন নগর বাউল জেমস। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে কনসার্টটি অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় গানে গানে উৎসব রঙিন করে তুলবেন জেমস। পাশাপাশি পারফর্ম করবে এ সময়ের আলোচিত আরও সাতটি ব্যান্ড। এ তালিকায় রয়েছে আর্টসেল, শিরোনামহীন, লালন, আভোয়েড রাফা, আর্বোভাইরাস, উন্মাদ ও তীরন্দাজ। আয়োজকেরা জানান, চট্টগ্রামের ফৌজদারহাট ডিসি পার্কে মাসব্যাপী ‘ফ্লাওয়ার ফেস্ট’-এর আয়োজন করা হয়েছে। এই ফুল উৎসবের সমাপনী দিনে অনুষ্ঠিত হবে ‘গালা নাইট’ কনসার্ট। সব শ্রেণির দর্শকের জন্য কনসার্ট  উন্মুক্ত থাকবে। এদিন দুপুর দর্শকের জন্য স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হবে ব্যান্ডগুলোর পরিবেশনা। সাতটি ব্যান্ডের পরিবেশনা শেষে মঞ্চে উঠবেন দেশসেরা রকস্টার জেমস। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। তিনি জানান, বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হবে কনসার্ট, চলবে রাত পর্যন্ত। জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, গালা নাইট কনসার্টে নিরাপত্তার জন্য এক হাজার পুলিশ সদস্য, ছাত্র প্রতিনিধি ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা থাকবেন। এ কনসার্টে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড নগর বাউল, সোলস, আর্টসেল, শিরোনামহীন, তীরন্দাজ, লালন, অ্যাভয়েড রাফা, আর্বোভাইরাস, উন্মাদ গান পরিবেশন করবে। জেলা প্রশাসক আরও বলেন, ‘এম এ আজিজ স্টেডিয়ামে ৪০ হাজার দর্শকের ধারণক্ষমতা রয়েছে। কিন্তু আইনশৃঙ্খলার কথা বিবেচনা করে আমরা ৩৫ হাজার দর্শক প্রবেশের ব্যবস্থা করছি। এর মধ্যে ১৫ হাজার মাঠে ও ২০ হাজার দর্শক গ্যালারিতে থাকবেন।’

×