ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

প্রেমে ভরা ঋতাভরী

আনন্দকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮:৫২, ৫ ফেব্রুয়ারি ২০২৫

প্রেমে ভরা ঋতাভরী

ঋতাভরী চক্রবর্তী

ঋতাভরী চক্রবর্তীকে শেষবার দেখা গিয়েছে বহুরূপী ছবিতে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত সেই ছবিতে তাঁর বিপরীতে দেখা গিয়েছিল আবির চট্টোপাধ্যায়কে। ফাটাফাটি ছবির পর বহুরূপী ছবিতে তাঁরা আবার জুটি বেঁধেছিলেন।
সম্প্রতি ঋতাভরী চক্রবর্তী একটি ইভেন্টে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি যেভাবে সেজে গিয়েছিলেন সেটা দেখে হাসি থামছে না নেটপাড়ার। অভিনেত্রীর ‘উদ্ভট’ সাজ দেখে বিদ্রুপ করেছেন অনেকেই। কিন্তু কী এমন সেজেছিলেন তিনি? এদিন ঋতাভরী চক্রবর্তীকে একটু হাটকে লুকে দেখা গেল। তিনি এদিন পার্পল এবং কালো রঙের একটি অফ শোল্ডার গাউন পরেছিলেন। সঙ্গে এক কাঁধে কালো ফারের একটি অংশ ছিল। মাথায় পরেছিলেন কালো ফুল। হাতে পরেছিলেন কালো গ্লাভস। গলায় একটু নেকলেস দিয়ে সাজ সম্পন্ন করেন অভিনেত্রী। ঋতাভরী চক্রবর্তীর এদিন এই সাজ দেখেই হাসি থামছে না নেটপাড়ার। তুমুল কটাক্ষ করা হয়েছে অভিনেত্রীকে।
এক ব্যক্তি লেখেন, ‘এটা কী সেজেছে? একেবারেই পাগলি লাগছে।’ দ্বিতীয় ব্যক্তি লেখেন, ‘শক্তিমানে একটা কালো বিড়াল ভূত ছিল না ওটার মতো লাগছে পুরো।’ তৃতীয় ব্যক্তি লেখেন, ‘মেট গালা নাকি?’ চতুর্থ ব্যক্তি লেখেন, ‘বাংলার উরফি জাভেদ।’ পঞ্চম ব্যক্তি লেখেন, ‘এরম উদ্ভট সাজেন কেন?’
এদিকে মন দেওয়া নেওয়ার পর এবার নাকি শাহরুখ খান ঘনিষ্ঠ বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার সুমিত অরোরার সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। বিনোদুনিয়ার অন্দরমহলে কান পাতলে একথা শোনা যাচ্ছে।
সূত্র বলছে, চলতি বছরের ডিসেম্বরেই হয়তো বিয়ে করবেন তাঁরা। ডেস্টিনেশন ওয়েডিংয়ের নাকি পরিকল্পনা করেছেন। সম্ভবত থাইল্যান্ডেই বসবে বিয়ের আসর। ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হওয়ার কথা। ঘরোয়াভাবে বাঙালি ও পাঞ্জাবি মতে বিয়ে হবে বলেই খবর। ২০২৩ সাল থেকেই সুমিতের প্রায় সব ছবিতে মিষ্টি মন্তব্যে ভরিয়ে দিয়েছেন অভিনেত্রী। সেখানেই লেখককে কখনো ‘বেবি’ বলে সম্বোধন করেছেন কখনো আবার লিখেছেন, ‘তুমিই আমার হিরো।’ এবার চার হাত এক হওয়ার অপেক্ষায় তার অনুরাগীরা। গত বছরের শেষের দিকে  ঋতাভরী জানান, নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। মনোবিদ তথাগত চ্যাটার্জির সঙ্গে প্রেমের সম্পর্ক ভাঙার পর অনেক দিন নীরব ছিলেন ভারতীয় বাংলা সিনেমার এ অভিনেত্রী। বছরের শেষের দিকে ছবি পোস্ট করে তিনি পরিচয় করান তার প্রেমিকের সঙ্গে, নাম সুমিত আরোরা। বলিউডের একাধিক হিট ছবির চিত্রনাট্য লিখেছেন সুমিত। শাহরুখ খানের ‘জওয়ান’, ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ান’ ছবির সংলাপ লেখক। এছাড়াও সোনাক্ষী সিন্হা অভিনীত ‘দাহাড়।’ ও মনোজ বাজপেয়ী অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের সংলাপও তিনি লিখেছেন। ইতোমধ্যেই বলিউডে নিজের পা জমিয়েছেন সুমিত।

×