সংগীতের ইতিহাসে বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের প্রথম অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’ অনন্য। এটির কথা ও সুর করেন ইথুন বাবু। গত ৩০ জানুয়ারি আলোচিত এই অ্যালবামের দুই যুগ পূর্ণ হয়েছে। ২০০১ সালের ৩০ জানুয়ারি প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ব্যানারে অ্যালবামটি প্রকাশ হয়। সেই সময় অ্যালবামটি ৬০ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ আয়কারী অডিও অ্যালবাম হয়ে ওঠে এটি। ইন্ডাস্ট্রিতে যে রেকর্ড এখনো অক্ষুণ্ন রয়েছে। যদিও অফিশিয়াল কপির চেয়ে অ্যালবামটির পাইরেসি কপির বিক্রির পরিমাণ ছিল আরও বেশি বলে জানান সংশ্লিষ্টরা।
এই অ্যালবামটি প্রকাশের পর রাতারাতি তরুণ প্রজন্মের হার্টথ্রুবে পরিণত হন আসিফ। অ্যালবামটির থিম গান ‘ও প্রিয়া তুমি কোথায়’ তো রীতিমতো আকাশচুম্বী জনপ্রিয়তা পায়। অ্যালবামটির অন্যান্য গানও শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলে।
সংগীতের ২৪ বছর নিয়ে আসিফ বলেন, ‘অ্যালবামটির আগেই থেকেই আমি গান করি। সিনেমাতেও গান করেছি। তবে ইন্ডাস্ট্রিতে আমার ক্যারিয়ার শ্রোতাপ্রিয় অ্যালবাম ও প্রিয়া তুমি কোথায় থেকেই ফ্যান ও মিডিয়া সংশ্লিষ্টরা ধরে থাকেন। মজার ব্যাপার হলো সে সময় হরতাল ও অবরোধের মধ্যে অ্যালবামটির প্রকাশিত হয়েছিল। এর মধ্যেও শ্রোতারা অ্যালবামের গানগুলো গ্রহণ করেছেন। এছাড়া অ্যালবামটি প্রকাশের পর আমি জানতে পারি। দুই যুগ পরেও ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবামের গানগুলো একইরকমভাবে শ্রোতাদের ভালোবাসা পেয়ে যাচ্ছে।’
আসিফ ও ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবামটি নিয়ে কথা বলেন প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের কর্ণাধার সুলতান মাহমুদ বাবুল। তিনি বলেন, ‘আমরা শুরু থেকে নতুন ও প্রতিভাবান শিল্পীদের গান প্রকাশ করতাম। সে ধারাবাহিকতায় এ অ্যালবামটি আমাদের কাছে আসে। তবে মজার বিষয় হলো, অ্যালবামের গানগুলো শোনা মাত্রই ভালো লেগে যায়। আমাদের প্রত্যাশার বাইরে সে সময় অ্যালবামটি বিক্রি হয়। আসিফও আমাদের ঘরের একজন হয়ে ওঠেন। এখনো আসিফকে আমি আমাদের শিল্পী ভাবি। দীর্ঘ সময় তিনি আমাদের সঙ্গে গান করেছেন, এখনো করছেন। আমি বরাবরই তার সফলতা কামনা করি।’