ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

পাঁচশতম পর্বে ‘গোলমাল’

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৯, ৪ ফেব্রুয়ারি ২০২৫

পাঁচশতম পর্বে ‘গোলমাল’

গোলাম কিবরিয়া তানভীর, ইমতু রাতিশ ও সালহা খানম নাদিয়া

আরটিভিতে চলতি প্রচার নির্মাতা কায়সার আহমেদ পরিচালিত দীর্ঘ ধারাবাহিক নাটক ‘গোলমাল’। এই ধারাবাহিকেই একসঙ্গে অভিনয় করছেন গোলাম কিবরিয়া তানভীর, ইমতু রাতিশ ও সালহা খানম নাদিয়া। ধারাবাহিক এই নাটকটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দিন।

এরইমধ্যে নাটকটির ৪৮০ পর্ব প্রচার সম্পন্ন হয়েছে। আর কিছুদিনের মধ্যেই নাটকটির ৫শ’ তম পর্ব প্রচার হবে। কায়সার আহমেদ বলেন, ‘গোলমাল’ ধারাবাহিকে এখন পর্যন্ত যারা কাজ করেছেন তারা প্রত্যেকেই পেশাদার শিল্পী এবং ভীষণ আন্তরিকতা নিয়ে কাজ করেছেন। তা না হলে ধারাবাহিকটির এতদূর পর্যন্ত আসা সম্ভব হত না।

সালহা খানম নাদিয়া বলেন, কায়সার ভাই জানেন, তিনি কী চান। যে কারণে শিল্পীদের কাছ থেকে তিনি সহজেই চরিত্রানুযায়ী অভিনয় আদায় করে নিতে পারেন। তানভীর বলেন, কায়সার ভাইয়ের সঙ্গে কাজ করাটা আমি দারুণ উপভোগ করি। ইমতু রাতিশ বলেন, ‘গোলমাল’ ধারাবাহিকে অভিনয় করেও আমি বেশ সাড়া পেয়েছি।

এই ধারাবাহিকের প্রধান সহকারী পরিচালক জীবন রায় জানান, আরটিভিতে প্রতি সোম থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ‘গোলমাল’ ধারাবাহিকটি প্রচার হয়। গোলাম কিবরিয়া তানভীর জানান, ‘গোলমাল’ ছাড়া আপাতত তিনি মুরাদ পারভেজের ‘স্মৃতির আল্পনা আঁকি’ ধারাবাহিকেও অভিনয় করছেন।

×