ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

পপি আমাদের উচ্ছেদ করে দিচ্ছে: চিত্রনায়িকা পপির মা

প্রকাশিত: ২০:২৫, ৪ ফেব্রুয়ারি ২০২৫

পপি আমাদের উচ্ছেদ করে দিচ্ছে: চিত্রনায়িকা পপির মা

ছবিঃ সংগৃহীত।

চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি বিরুদ্ধে পৈতৃক জমি দখলের অভিযোগে তার বোন ফিরোজা পারভীন একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গত ৩ ফেব্রুয়ারি সোমবার খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় এই জিডি করা হয়।

এই ঘটনায় পপির মা বলেন, আমাদের এই বাড়িটি ১১ কাঠার যার মধ্যে ৫ কাঠা পপির বাবা ওকে লিখে দিয়েছিল কিন্তু এখন সে পুরো বাড়ি দাবি করছে। এখন পপি আমাদের বাড়ি থেকে উচ্ছেদ করে দিচ্ছেন, বলছেন যা পারেন করেন।

জিডির মাধ্যমে ফিরোজা পারভীন অভিযোগ করেছেন যে, তার বোন সাদিকা পারভীন পপি তার পরিবারের পৈতৃক জমি দখল করার চেষ্টা করছেন। এই বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

ওসি জানিয়েছেন, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং তদন্ত শুরু হবে। তিনি আরও জানান, আপাতত বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রাথমিক তদন্ত চলছে।

চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি, যিনি পপি নামেই পরিচিত, বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক প্রখ্যাত ও জনপ্রিয় অভিনেত্রী। তিনি ১৯৭৯ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৯৭ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। পপির অভিনয় জীবনের শুরুটা ছিল খুবই সফল, এবং তাকে বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রে দেখা গেছে। তার অভিনীত সিনেমাগুলির মধ্যে "কে তুমি", "লাল সবুজ", "মনের মাঝে তুমি", এবং "ভালোবাসি তো তোমাকেই" অন্যতম।

পপি তার অভিনয়ের জন্য অনেক পুরস্কারও পেয়েছেন, এবং তাকে বাংলাদেশের সিনেমার এক গুরুত্বপূর্ণ মুখ হিসেবে বিবেচনা করা হয়। তিনি নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন।

তবে, সম্প্রতি তার বিরুদ্ধে পৈতৃক জমি দখলের অভিযোগ উঠেছে, যা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার বোন ফিরোজা পারভীন গত ৩ ফেব্রুয়ারি খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যেখানে তিনি দাবি করেছেন যে, পপি তার পৈতৃক জমি দখল করার চেষ্টা করছেন।

×