দীর্ঘদিন ধরেই আড়ালে থেকে অবশেষে প্রকাশ্যে এলেন, ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি।২০২১ সালের অক্টোবরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পপি। আর বিয়ে করেছেন পুরোনো ঢাকার ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে।
গতকাল সোমবার খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় পপির বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার ছোট বোন ফিরোজা পারভীন। অভিযোগ করা হয়, পপি তার বাবার (আমির হোসেন) জমি একাই দখল করতে চান। বাধা দিলে ভাই-বোনদের মেরে ফেলার হুমকিও দিচ্ছেন পপি ও তার স্বামী। শুধু তাই নয়, নায়িকা তার মাকেও নানা ধরনের হুমকি দিয়ে যাচ্ছেন।
খোঁজ নিয়ে জানায়, বিয়ে করে সংসারী হয়েছেন চিত্রনায়িকা পপি। স্বামী আদনান উদ্দিন কামাল। তাদের সংসারে আছে ৪ বছরের একটি পুত্র সন্তানও। নাম আয়াত। বর্তমানে স্বামীকে নিয়ে খুলনাতেই অবস্থান করছেন এই চিত্রনায়িকা। আর ঢাকায় তার বসবাস ধানমন্ডির ১৩-এ নম্বর রোডের একটি বাসায়।
ফুয়াদ