ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

আগের সম্পর্কের অসততায় আঘাত পেয়েছিলাম -প্রিয়াঙ্কা চোপড়া

প্রকাশিত: ১৭:১৬, ৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৯:২০, ৪ ফেব্রুয়ারি ২০২৫

আগের সম্পর্কের অসততায় আঘাত পেয়েছিলাম -প্রিয়াঙ্কা চোপড়া

ছবি: সংগৃহীত

প্রিয়াঙ্কা চোপড়া প্রকাশ করলেন, নিক জোনাসের সাথে ডেটিং নিয়ে তাঁর সন্দেহ ছিল, এবং কিছু বিষয় ছিল যেগুলো তিনি মেনে নিতে পারেননি অতীতে সম্পর্কের ব্যর্থতা থেকে জানান তিনি।

প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, নিক জোনাসের সাথে ডেটিং শুরু করার আগে তিনি কিছু সন্দেহে ছিলেন এবং নিজের কিছু "নন-নেগোশিয়েবল" শর্ত রেখেছিলেন। তিনি জানান, তার এই শর্তগুলো ছিল তার পূর্ববর্তী সম্পর্কের ব্যর্থতা থেকে শেখা।

প্রিয়াঙ্কা চোপড়া বলেন, "প্রথম শর্ত ছিল সততা, কারণ আমি আগের কিছু সম্পর্কের সময় অসততার কারণে দুঃখ পেয়েছি। দ্বিতীয় শর্ত ছিল, আমি এমন কাউকে চাই, যে পরিবারকে গুরুত্ব দেয় এবং তার জন্য মূল্যবান মনে করে। তৃতীয় শর্ত ছিল, তার পেশাকে সে যেন খুব গুরুত্ব সহকারে নেয়, কারণ আমি নিজের পেশাকে অত্যন্ত গুরুত্ব দিই। চতুর্থ শর্ত ছিল, এমন কাউকে চাই, যে সৃজনশীল এবং আমার সাথে বড় স্বপ্ন দেখতে পারে। পঞ্চম শর্ত ছিল, আমাকে একজন উচ্চাকাঙ্ক্ষী এবং দৃঢ় সংকল্পবদ্ধ মানুষ চাই, যেমন আমি নিজেও।"

তিনি আরও বলেন, "যদি নিক এসব শর্ত না মানতেন, আমি তাকে বিয়ে করতাম না। বিয়ে করার জন্য আপনাকে এমন কাউকে খুঁজতে হবে, যে আপনাকে সম্মান করে। সম্মান, ভালোবাসা ও স্নেহের চেয়ে আলাদা। আপনাকে অনেক ভুল মানুষের সাথে সম্পর্ক থাকতে পারে, কিন্তু একদিন আপনি সঠিক মানুষটিকে পাবেন।"

আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য: প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস ২০১৮ সালের ১ ও ২ ডিসেম্বর জোধপুরের উমাইদ ভবন প্রাসাদে খ্রিস্টান ও হিন্দু রীতিতে বিয়ে করেন। ২০২২ সালের জানুয়ারিতে তারা ঘোষণা করেন যে, তারা সুরোগেসির মাধ্যমে কন্যা মালতি মেরি স্বাগতম জানিয়েছেন।

বর্তমানে প্রিয়াঙ্কা ভারতে রয়েছেন তার ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়ের অনুষ্ঠান উপলক্ষে। গত মাসে তিনি তেলেঙ্গানার চিলকুর বালাজি মন্দিরে তার সফরের ছবি এবং ভিডিও শেয়ার করেছিলেন। যদিও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে তিনি এস এস রাজামৌলির পরবর্তী সিনেমায় মহেশ বাবুর সাথে অভিনয় করবেন বলে গুঞ্জন রয়েছে।

অনিক

×