ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

অভিনেত্রী প্রিয়াঙ্কা 

টাকার জন্য আমি কাজ করিনা

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৪:২৪, ৪ ফেব্রুয়ারি ২০২৫

টাকার জন্য আমি কাজ করিনা

ছবিঃ অভিনেত্রী প্রিয়াঙ্কা ,সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল প্রিয়াঙ্কা জামান সম্প্রতি একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে নিজের জীবন ও কাজের দর্শন নিয়ে কথা বলেছেন। অনুষ্ঠানের উপস্থাপিকা যখন তাকে জীবনের প্রাপ্তি ও কাজের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করেন, তখন তিনি অকপটে জানান, "আমার জীবনে কোনো অপ্রাপ্তি নেই। আমি জীবনকে তার মতো করেই উপভোগ করি।"

অনেকেই মনে করেন, তারকাদের কাজের মূল লক্ষ্য অর্থ উপার্জন। তবে এই প্রসঙ্গে প্রিয়াঙ্কা জামান স্পষ্ট করে বলেন, "আমি মোটেও টাকার জন্য কাজ করি না। আমি ভালোবাসার জন্য কাজ করি। কাজ করাকে আমি ভালোবাসি, আর সেই ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়ে যায়।"

তার এই বক্তব্য কাজের প্রতি তার ভালোবাসা ও নিষ্ঠার প্রতিফলন বলে মনে করছেন অনেকে। বিনোদন জগতে যেখানে আর্থিক লাভের বিষয়টি বড় ভূমিকা রাখে, সেখানে প্রিয়াঙ্কার এই দৃষ্টিভঙ্গি তাকে ভিন্নধর্মী ও অনুপ্রেরণাদায়ী করে তুলেছে।

জাফরান

×