ছবিঃ সংগৃহীত
বলিউড অভিনেতা ইশান এবং ভূমি পেডনেকর অভিনীত আসন্ন নেটফ্লিক্স সিরিজ ‘দ্য রয়্যালস’-এর টিজার সম্প্রতি প্রকাশিত হয়েছে। এই সিরিজ নিয়ে উত্তেজিত দর্শকরা, তবে বিশেষ করে ইশানের কথিত প্রেমিকা চাঁদনি বেইনজ টিজার দেখে দারুণ উচ্ছ্বসিত হয়েছেন।
মালয়েশিয়ান মডেল চাঁদনি বেইনজ ইনস্টাগ্রাম স্টোরিতে টিজারটি শেয়ার করে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, “We ain’t ready”।
এই সিরিজে ইশানকে দেখা যাবে অভিরাজ সিং নামে এক রাজপুত্রের চরিত্রে, যিনি মোরপুর রাজপরিবারের উত্তরাধিকারী। অন্যদিকে, ভূমি পেডনেকর অভিনয় করছেন সোফিয়া কানমনি শেখর, যিনি একজন সফল সিইও। অভিরাজ ও সোফিয়া একসঙ্গে মিলে একদিকে যেমন রাজপরিবারের আর্থিক সংকট সামাল দেবেন, অন্যদিকে সোফিয়ার বিলাসবহুল হোমস্টে স্টার্টআপকে বাঁচানোর চেষ্টা করবেন।
সিরিজটি পরিচালনা করেছেন প্রিয়াঙ্কা ঘোষ ও নুপুর আস্থান। এখানে আরও অভিনয় করেছেন জীনাত আমান, সাক্ষী তানওয়ার, নোরা ফাতেহি সহ অনেক তারকা। বিশেষ করে, বলিউডের কিংবদন্তি অভিনেত্রী জীনাত আমান এই সিরিজের মাধ্যমে নেটফ্লিক্সে তার অভিষেক করতে চলেছেন।
২০২৩ সাল থেকেই ইশান ও চাঁদনি বেইনজের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। তারা একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে, তবে এখনও আনুষ্ঠানিকভাবে সম্পর্কের ঘোষণা দেননি। সম্প্রতি Dirty Magazine-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইশান বলেছেন, তিনি ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন।
ইশান বলেন, আমি এমন একজনের সঙ্গে সম্পর্কে আছি, যিনি এখনও এতটা প্রতিষ্ঠিত নন। তাই আমি জানি, পাবলিক লাইমলাইটে এলে এটি তার জন্য কতটা কঠিন হতে পারে।
রিফাত