ছবি: সংগৃহীত
‘চাচা বাড়িঘর এত সাজানো কেন?’
‘চাচা হেনা কোথায়?’
বিরহের নায়ক বাপ্পারাজের এই সংলাপ ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে ফেসবুকে।
১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেমের সমাধি’ সিনেমার দৃশ্য নতুন করে ভাইরাল হয়েছে। সিনেমায় নায়ক বকুল দীর্ঘদিন পর বাড়ি ফিরে তার প্রেমিকা হেনার বাড়ি সাজানো দেখতে পান।
তখন হেনার বাবাকে জিজ্ঞেস করেন, ‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন? চাচা, হেনা কোথায়?’ জবাবে চাচা বলেন, ‘হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।’
বর্তমানে ‘হেনা’ মানে অভিনেত্রী শাবনাজের স্বামী একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক নাঈম। এই নায়ক বললেন, ‘হেনা তো আমার কাছেই। এই সিনেমা যখন হয়েছে, তার আগেই আমার ও শাবনাজের বিয়ে হয়ে গেছে, অর্থাৎ হেনা আমার হয়ে গেছে।’
নাঈম বললেন, এই ভিডিও ক্লিপ হঠাৎ কোথা থেকে সামনে এসেছে, কিছুই জানি না। তবে এই ছবি যে মানুষ মনে রেখেছে। সংলাপ থেকে সংলাপ, গান সবই উপভোগ করছে, এটা ফেসবুকে বিভিন্ন ধরনের মন্তব্য পড়ে বুঝতে পারছি। আমাদের বাচ্চারাও ভীষণ মজা পাচ্ছে। সবাই মিলে আমরা ভীষণ উপভোগ করছি। শিল্পীর এটাই সবচেয়ে বড় অর্জন।
শিলা ইসলাম