ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

জানা গেল ‘হেনা’ এখন কোথায় আছেন

প্রকাশিত: ১৯:৩৮, ৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৯:৩৮, ৩ ফেব্রুয়ারি ২০২৫

জানা গেল ‘হেনা’ এখন কোথায় আছেন

ছবি: সংগৃহীত।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছে “চাচা, হেনা কোথায়?” সংলাপটি। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেমের সমাধি’ সিনেমায় এই সংলাপটি ব্যবহার করা হয়েছিল। পর্দায় ছিলেন প্রবীণ অভিনেতা আনোয়ার হোসেন ও চিত্রনায়ক বাপ্পারাজ, আর হেনা চরিত্রে অভিনয় করেছিলেন শাবনাজ। ছবির আরেকজন নায়ক ছিলেন অমিত হাসান।

সম্প্রতি এই সংলাপকে ঘিরে একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যেখানে শাবনাজের জীবনসঙ্গী চিত্রনায়ক নাঈমের ছবি সংযুক্ত করে লেখা হয়েছে—“বিশ্বাস করুন, হেনা আমার কাছে।”

এই ভাইরাল ভিডিও ক্লিপ এবং ফটোকার্ড নজরে এসেছে একসময়ের জনপ্রিয় নায়ক নাঈমের। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি)  তিনি বলেন, আসলেই তো, হেনা তো আমার কাছেই!

নাঈম আরও বলেন, এই সিনেমাটি যখন হয়েছে, তার আগেই হেনা আমার হয়ে গেছে। ১৯৯৬ সালের ‘প্রেমের সমাধি’ মুক্তির আগেই আমার ও শাবনাজের বিয়ে হয়ে গিয়েছিল। এত বছর পরও কয়েক প্রজন্ম ধরে মানুষ এই ছবির সংলাপ ও গান নিয়ে কথা বলছে, এটি আমাদের জন্য আনন্দের বিষয়।

৩১ বছর ধরে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন নাঈম ও শাবনাজ। তাঁদের সংসারে দুটি কন্যাসন্তান রয়েছে। একজন বিদেশে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন, আরেকজন দেশে পড়াশোনা করছেন।

নাঈম বলেন, আমাদের বাচ্চারাও এই ট্রেন্ড দেখে দারুণ মজা পাচ্ছে। সবাই মিলে আমরা এটি উপভোগ করছি।

সায়মা ইসলাম

×