ছবিঃ সংগৃহীত
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম সম্প্রতি সুরকার ও সঙ্গীত পরিচালক এ আর রহমান সম্পর্কে মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। এক সাক্ষাৎকারে সোনু বলেন, "এ আর রহমান বিরাট গায়ক নন। তবে তিনি সর্বদা সুরের মধ্যে থাকেন। তিনি প্রশিক্ষিত সংগীতশিল্পীও নন। তবে তার কণ্ঠ অপূর্ব। রহমান নিজেও কোনোদিন নিজেকে বড় গায়ক বলেন না। তো আমরা কী আর বলব?"
সোনু নিগমের এই মন্তব্য সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কিছু শ্রোতা এটিকে সঙ্গীতের কারিগরি বিশ্লেষণ হিসেবে দেখছেন, আবার অনেকে এটিকে এ আর রহমানের প্রতি অসম্মানজনক বলে মনে করছেন। উল্লেখ্য, সোনু নিগম ও এ আর রহমান একসঙ্গে 'সাথিয়া', 'সাতরঙ্গি রে' সহ বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন।
এর আগেও সোনু নিগম এ আর রহমানের অন্তর্মুখী স্বভাব এবং তার সুরকার হিসেবে কাজের বিষয়ে মন্তব্য করেছিলেন। তবে এবারের মন্তব্যটি বিশেষভাবে নজর কেড়েছে সঙ্গীতপ্রেমীদের।
এ আর রহমান সম্পর্কে সোনু নিগমের এই মন্তব্য সঙ্গীত জগতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দর্শক ও শ্রোতারা এই বিষয়ে বিভিন্ন মতামত প্রকাশ করছেন।
জাফরান