ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

রিমু রোজা

আমার পরিবার না থাকার কারণে আমার বিয়ে হয়নি

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১২:২৩, ৩ ফেব্রুয়ারি ২০২৫

আমার পরিবার না থাকার কারণে আমার বিয়ে হয়নি

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি আরজে নিরবের একটি অনুষ্ঠানে ছোট পর্দার অভিনেত্রী রিমু রোজা তার জীবনের কিছু কষ্টের মুহূর্ত শেয়ার করেছেন। তিনি জানান, ছোটবেলায় তার মা, প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী টিনা খানকে হারান। মায়ের মৃত্যুর পর তার বাবা পুনরায় বিবাহ করেন, যা রিমুর জীবনে গভীর প্রভাব ফেলে। তিনি আরও উল্লেখ করেন, একজনকে ভালোবাসলেও, পরিবার না থাকা এবং মিডিয়ায় কাজ করার কারণে তাকে প্রত্যাখ্যানের সম্মুখীন হতে হয়।

টিনা খান ছিলেন আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী, যিনি প্রায় ২৫টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার প্রযোজিত ও অভিনীত 'প্রিন্সেস টিনা খান' চলচ্চিত্রটি বিশেষভাবে উল্লেখযোগ্য। ১৯৮৯ সালে সড়ক দুর্ঘটনায় তার অকাল মৃত্যু ঘটে। 

মায়ের অকাল প্রয়াণের পর রিমু রোজা বিনোদন জগতে নিজের পরিচিতি গড়ে তুলেছেন। তবে ব্যক্তিগত জীবনে তিনি নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, যা তার শেয়ার করা অভিজ্ঞতায় প্রতিফলিত হয়।

রিমু রোজার এই খোলামেলা আলোচনা তার ভক্ত ও অনুসারীদের মধ্যে গভীর সাড়া ফেলেছে, যা বিনোদন জগতের আড়ালে থাকা ব্যক্তিগত সংগ্রামগুলোকে সামনে নিয়ে আসে।

জাফরান

×