ছবিঃ সংগৃহীত
সাম্প্রতিক সময়ে আলোচিত ও সমালোচিত উপস্থাপক এবং অভিনেতা শাহরিয়ার নাজিম জয় তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ব্যতিক্রমী স্ট্যাটাস দিয়েছেন, যা দ্রুতই ভাইরাল হয়ে গেছে।
তিনি লিখেছেন—
"শবেবরাত এবং ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়ে গেছে। মন খারাপের কিছু নেই। নামাজে বসে মনের মানুষকে পাওয়ার জন্য দোয়া চাইবেন। এটাই সমাধান।"
এই মন্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে হাস্যরসাত্মক ও কৌতুকপূর্ণ মন্তব্য হিসেবে দেখছেন, আবার কেউ এর মধ্যে ধর্মীয় অনুভূতি ও আধুনিক সংস্কৃতির সংমিশ্রণের প্রসঙ্গ টেনে আলোচনা করছেন।
সমালোচনাও কম হয়নি— অনেকে মনে করছেন, শবে বরাত মুসলমানদের জন্য একটি পবিত্র রাত, যেখানে ইবাদত-বন্দেগির গুরুত্ব অপরিসীম। সেখানে ভ্যালেন্টাইন্স ডের প্রসঙ্গ টেনে আনার বিষয়টি যথাযথ নয়। অন্যদিকে, অনেকেই মন্তব্য করেছেন, এটি নিছক মজার একটি দৃষ্টিভঙ্গি, যা বর্তমান পরিস্থিতির একটি ব্যঙ্গাত্মক উপস্থাপনা মাত্র।
শাহরিয়ার নাজিম জয় বরাবরই সরাসরি কথা বলার জন্য পরিচিত। তার বিভিন্ন বক্তব্য ও সামাজিক ইস্যুতে মন্তব্য মাঝেমধ্যেই আলোচনার ঝড় তোলে। এই স্ট্যাটাসও তার ব্যতিক্রম নয়।
এ বিষয়ে এখনও পর্যন্ত তিনি কোনো ব্যাখ্যা দেননি, তবে তার পোস্টের কমেন্ট বক্সে হাজারো মন্তব্য জমা পড়েছে, যার মধ্যে রয়েছে হাস্যরস, সমর্থন ও সমালোচনা।
জাফরান