ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

সংগীতশিল্পী শেখ সাদী

এজন্যই আমার একটা দায়বদ্ধতা ছিল!

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৯:৩০, ৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৯:৪০, ৩ ফেব্রুয়ারি ২০২৫

এজন্যই আমার একটা দায়বদ্ধতা ছিল!

ছবিঃ সংগীতশিল্পী শেখ সাদী ও পরীমনি ,সংগৃহীত

সাম্প্রতিক সময়ে আলোচনায় উঠে এসেছেন তরুণ সংগীতশিল্পী শেখ সাদী, যার নাম অভিনেত্রী পরীমনির জামিনদার হিসেবে প্রকাশিত হওয়ার পর থেকেই বিভিন্ন মহলে তর্ক-বিতর্ক শুরু হয়েছে।

আরজে কিবরিয়ার জনপ্রিয় শো "দ্য আরজে কিবরিয়া শো"-তে অতিথি হিসেবে অংশ নিয়ে শেখ সাদী এই প্রসঙ্গে খোলাখুলি কথা বলেন। অনেকেই যখন প্রশ্ন তুলছেন, কেন তিনি পরীমনির জামিনদার হলেন, তখন তিনি সরাসরি জবাব দেন –

"আমি মানুষটাকে কাছ থেকে চিনি। এজন্যই আমার একটা দায়বদ্ধতা ছিল।"

তবে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পরীমনির সঙ্গে তার কিছু ছবি ও ভিডিও নিয়ে গুঞ্জন শুরু হলেও, শেখ সাদী সেই গুঞ্জনকে পাত্তা দিতে রাজি নন। তার বক্তব্য অনুযায়ী, এটি নিছকই বন্ধুত্ব ও মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে করা হয়েছে।

নেটিজেনদের অনেকে বিষয়টিকে ইতিবাচকভাবে দেখলেও, কিছু মানুষ এই ঘটনাকে ভিন্ন দৃষ্টিতে দেখছেন। তবে শেখ সাদী নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন এবং পরীমনির প্রতি তার সমর্থনের কথা বলেছেন।

জাফরান

×