ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

প্রিয়াঙ্কা জামানকে সাংবাদিকদের প্রশ্ন

আপনার নাকি দুবাইতে চারটা বাড়ি আছে, এটা কতটুকু সত্য?

প্রকাশিত: ০৮:৪০, ৩ ফেব্রুয়ারি ২০২৫

আপনার নাকি দুবাইতে চারটা বাড়ি আছে, এটা কতটুকু সত্য?

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী ও মডেল প্রিয়াঙ্কা জামানকে জিজ্ঞাসা করা হয়, "আপনার নাকি দুবাইতে চারটা বাড়ি আছে, এটা কতটুকু সত্য?"

প্রশ্ন শুনে হেসে প্রিয়াঙ্কা মজার ছলে উত্তর দেন, "হ্যাঁ, আমার চারটা বাড়ি আছে... কিন্তু স্বপ্নে! যখন ঘুমাতে যাই, তখন আলিশান বাড়ির স্বপ্ন দেখি।"

তার এই সরল ও রসিক উত্তর মুহূর্তেই হাসির রোল তোলে। বাস্তবে হয়তো তার এখনো দুবাইতে বাড়ি নেই, কিন্তু তার আশা, একদিন স্বপ্ন সত্যি হবে।

প্রিয়াঙ্কার এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি অনেকের মনে অনুপ্রেরণা জাগিয়েছে। সামাজিক মাধ্যমে তার বক্তব্য ভাইরাল হয়ে গেছে, যেখানে নেটিজেনরা বলছেন, "স্বপ্নই তো মানুষকে সামনে এগিয়ে নিয়ে যায়!"

আসলে, স্বপ্ন দেখার মধ্যেই তো জীবনের সৌন্দর্য! হয়তো একদিন প্রিয়াঙ্কার সেই স্বপ্নের বাড়ি বাস্তবেও হবে, আর তখন এই কথাগুলো হাসিমুখে মনে করবেন তিনি

জাফরান

×