ছবিঃ সংগৃহীত
বাপ্পারাজ, বাংলা চলচ্চিত্রের এক জনপ্রিয় অভিনেতা, দীর্ঘদিন ধরে সিনেমা থেকে দূরে থাকলেও বিভিন্ন সময়ে আলোচনায় আসেন। সম্প্রতি তার অভিনীত সিনেমা ‘প্রেমের সমাধি’র একটি সংলাপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেমের সমাধি’ সিনেমায় বাপ্পারাজ এবং শাবনাজ প্রধান চরিত্রে অভিনয় করেন। সিনেমায় বাপ্পারাজ তার প্রেমিকা হেনার (শাবনাজ) বাড়িতে ফিরে তার বাবার কাছে হেনার খবর জানতে চান। বাপ্পারাজ বলেন, ‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন? চাচা, হেনা কোথায়?’ জবাবে হেনার বাবা জানান, হেনার বিয়ে হয়ে গেছে। এই সংলাপটি বর্তমানে সামাজিক মাধ্যমে খুবই জনপ্রিয় হয়েছে এবং অনেকেই এটি নিয়ে হাস্যরস করছেন।
শাবনাজ জানান, তিনি এবং বাপ্পারাজ দুজনেই এই বিষয়টি নিয়ে মজা করছেন এবং তারা আনন্দিত যে মানুষ এখনো সিনেমাটি মনে রেখেছে।
এই সংলাপটি কেন হঠাৎ করে ভাইরাল হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তবে অনেকেই মনে করছেন যে, সংলাপটির আবেগ এবং বাপ্পারাজের অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছে।
বাপ্পারাজ এবং শাবনাজ দুজনেই এখন অভিনয়ে নিয়মিত নন। তবে তাদের পুরনো কাজ যে এখনো দর্শকদের মনে জায়গা করে আছে, এটি তার প্রমাণ।
জাফরান