ছবি: সংগৃহীত
দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি নতুন বছরের শুরুতেই নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম ‘গোলাপ’, যেখানে তিনি রূপা চরিত্রে অভিনয় করবেন। তার বিপরীতে থাকছেন চিত্রনায়ক নিরব, যিনি ছবির নাম ভূমিকায় অভিনয় করবেন।
গত ৩১ জানুয়ারি রাতে পরীমনি নিজেই এ খবর নিশ্চিত করেছেন। ছবির পরিচালক সামছুল হুদাও জানিয়েছেন, পরীমনির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আগেই নায়ক নিরবের ‘ফার্স্ট লুক’ প্রকাশ করা হলেও তখন নায়িকার নাম গোপন রাখা হয়েছিল। অবশেষে জানা গেল, নিরবের বিপরীতে দেখা যাবে পরীমনিকে।
সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পরীমনি বলেন, "অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমায় কাজ করার সুযোগ অনেক দিন ধরেই পাচ্ছিলাম না। এবার সেই অপেক্ষার অবসান ঘটলো ‘গোলাপ’-এর মাধ্যমে।"
এদিকে, পরীমনি সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে নায়ক নিরবের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে ক্যাপশনে লিখেছেন,
"#গোলাপ 🎬
এই গোলাপ সুবাস নয়, রক্ত ছড়াবে…!
বিস্তারিত আসছে……….🌹"
তার এই বক্তব্যে রহস্যময় আবহ তৈরি হয়েছে। সিনেমার গল্প কীভাবে রক্ত ঝরাবে, তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে ছবির মুক্তি পর্যন্ত।
এম.কে.