ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

নেপালের উৎসবে সেরা চলচ্চিত্র ‘সওদা’

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২০:৪৮, ২ ফেব্রুয়ারি ২০২৫

নেপালের উৎসবে সেরা চলচ্চিত্র ‘সওদা’

নেপাল ইন্টারন্যাশনাল কালচারাল ফিল্ম ফেস্টিভালের ষষ্ঠ আসরে সেরা হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘সওদা’। ছবিটি উৎসবের ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম বিভাগে সেরার পুরস্কার জিতে নিয়েছে। এটির চিত্রনাট্যকার বাপ্পি খান, পরিচালক ফকির বিপ্লব। নির্মিত হয়েছে চিলেকোঠা প্রোডাকশনের প্রযোজনায়। পরিচালক ফকির বিপ্লব বলেন, চরম পরিস্থিতিতে একজন সৎ মানুষকে কীভাবে নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে, সেই বিষয়টি আমাকে অভিভূত করে। এই ভাবনা থেকেই আমার চলচ্চিত্র ‘সওদা’র জন্ম। এটি মানব প্রকৃতির অন্ধকার কোণ ফুটিয়ে তোলে, এমন একটি গল্প উপস্থাপন করে যেখানে চরম হতাশা ও ব্যাকুলতা মানুষকে কল্পনাতীত কাজ করতে প্ররোচিত করে। ‘সওদা’র মূল লক্ষ্য হচ্ছে দর্শকের  নিজস্ব নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন করতে উৎসাহিত করা এবং কঠিন পরিস্থিতিতে মানুষ যে ধরনের সমস্যার সম্মুখীন হয়, সে সম্পর্কে ভাবনার উন্মেষ ঘটানো। এতে অভিনয় করেছেন শাহেদ আলী সুজন, শানারেই দেবী শানু, ফকির বিপ্লব, সাগর বড়ুয়া, কানন, এরশাদ প্রমুখ।
২০২৪ সালে ছবিটি কলকাতা রামধনু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় এবং সেখানেও দর্শকদের প্রশংসা কুড়ায়। চলচ্চিত্রটি আরও কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে। আগামী ২১ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে ৫ম বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সওদা’ প্রদর্শিত হবে, যা চলচ্চিত্রপ্রেমীদের জন্য একটি বিশেষ সুযোগ।

×