ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

বহুবচনের ‘অনিকেত সন্ধ্যা’ আজ

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪২, ২ ফেব্রুয়ারি ২০২৫

বহুবচনের ‘অনিকেত সন্ধ্যা’ আজ

নাট্যসংগঠন বহুবচনের দর্শকনন্দিত নাটক ‘অনিকেত সন্ধ্যা’। নাট্যকার চন্দন সেন রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন আরহাম আলো। দলের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে নাটকটির ৩৮তম মঞ্চায়ন আজ সোমবার সন্ধ্যা ৭টায়। নির্দেশক আারহাম আলো বলেন, পারিবারিক বৈষম্যের বিপরীতে সহাবস্থানের নাটক ‘অনিকেত সন্ধ্যা’। নাটকের অন্যতম প্রধান অভিনেতা এবং প্রযোজনা অধিকর্তা তৌফিকুর রহমান বলেন, বাড়ির কর্তা মুখার্জী মশাই চরিত্রে অভিনয় করেছেন আমাদের শ্রদ্ধেয় আনিস উদ দৌলা, সপরিবারে দেখার নাটক ‘অনিকেত সন্ধ্যা’। তিনি বলেন, অবসর জীবনে একজন মানুষ কী পরিমাণ মানসিক দীনতা নিয়ে দিনাতিপাত করে। নিজের গড়া কষ্টের বাড়ি-সংসার ফেলে বৃদ্ধাশ্রমে চলে যেতে হয়, তারই প্রতিচ্ছবি এ নাটকের প্রতিপাদ্য বিষয়। আমাদের সমাজে বার্ধক্য যেন এক অভিশাপের বিষয়। চার পুরুষের অনবদ্য সময়কে তুলে ধরা হয়েছে এই নাটকে।
নাটকের বিভিন্ন চরিত্রের অভিনয় শিল্পীরা হলেন আয়েশা মনি, ফিরোজ, মনু মাসুদ, আদিব, হেলাল, তৌফিক, শাম্মী। লাইট সুজন শামীম, মিউজিক অপূর্ব।

×