ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

নতুন সম্পর্কে অর্জুন? কী জানালেন অভিনেতা 

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২০:০৯, ২ ফেব্রুয়ারি ২০২৫

নতুন সম্পর্কে অর্জুন? কী জানালেন অভিনেতা 

ছবিঃ সংগৃহীত

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অর্জুন? সম্প্রতি তার আসন্ন ছবি ‘মেরে বিবি কি হাজব্যান্ড’ ছবির প্রচারে এই বিষয়টি নিয়ে কথা বললেন অভিনেতা। গত বছর প্রেমের সম্পর্কে ইতি টেনেছিলেন মালাইকা অরোরা-অর্জুন কাপুর।

পাঁচ বছর একসঙ্গে থাকার পর আলাদা হয়েছেন দু’জনে। সইফ আলি খানকে হাসপাতালে দেখতে গিয়ে কাকতালীয় ভাবে দু’জনের ফের দেখা হয়ে গেলেও, সম্পর্ক যে জোড়া লাগার নয়, সেটা হাবেভাবে স্পষ্ট করেছেন দু’জনেই।  

সিনেমা সংক্রান্ত প্রশ্নের পাশাপাশি বিয়ের পরিকল্পনাও জানতে চাওয়া হয় অর্জুনের কাছে। অর্জুন বলেন, এখনও বিয়ে নিয়ে পরিকল্পনা করিনি। তবে তেমন কিছু ভাবলে আমি প্রথমেই সকলকে জানাবো। তবে আজ আমরা যদি শুধু সিনেমা নিয়ে কথা বলি,তা হলে ভালো হয়। ব্যক্তিগত জীবন নিয়ে আমি এর আগে বহু কথা বলেছি। বাকিদের আমার জীবন নিয়ে কথা বলার সুযোগ দিয়েছি। কিন্তু আপাতত আর জীবন নিয়ে কথা বলতে চাই না। মালাইকার সঙ্গে বিচ্ছেদের পরেই অর্জুন ঘোষণা করেন তিনি সিঙ্গল।

সেই প্রসঙ্গ টেনে অর্জুনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এসব নিয়ে কথা বলার মতো সময় এখনও আসেনি। আমি আপাতত কাজে মন দিতে চাই। আর কাজ নিয়েই কথা বলতে চাই। মাসের শুরুতেই অর্জুনের নতুন ছবি ‘মেরে বিবি কি হাজ়ব্যান্ড’-এর ট্রেলার মুক্তি পেয়েছে। এই ছবিতে অর্জুনের সঙ্গে জুটি বাঁধবেন ভূমি পেডনেকর। এই প্রথম পর্দায় জুটি বাঁধছেন অর্জুন-ভূমি।
 

গৌতম/জাফরান

×