ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

মোটা হওয়ার কারণে হাতছাড়া হয়েছিল ’ছাইয়া ছাইয়া’র সুযোগ: শিল্পা

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৯:৪২, ২ ফেব্রুয়ারি ২০২৫

মোটা হওয়ার কারণে হাতছাড়া হয়েছিল ’ছাইয়া ছাইয়া’র সুযোগ: শিল্পা

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি বিগ বস ১৮-এ দেখা যাওয়া নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শিরোদকর এক সাক্ষাৎকারে জানালেন, শাহরুখ খানের 'দিল সে' সিনেমার বিখ্যাত গান 'ছাইয়া ছাইয়া'র জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু মোটা হওয়ার কারণে সেই সুযোগ তার হাতছাড়া হয়ে যায়। ফারাহ জানান ১০০ কেজি ছিল তখন শিল্পা।

সিদ্ধার্থ কান্নানের ইউটিউব চ্যানেলে শিল্পা জানান, ফারাহ খান তাকে বলেছিলেন যে তিনি এই চরিত্রের জন্য উপযুক্ত নন। ফराह খান নিজেও তার ইউটিউব চ্যানেলে করণবীর মেহরার সাথে এক আলোচনায় শিল্পার কথা স্বীকার করেন। তিনি জানান, শিল্পাকে গানটির প্রস্তাব দিতে গিয়েছিলেন, কিন্তু তখন শিল্পাকে দেখে তার প্রত্যাশা পূরণ হয়নি। পরে মালাইকাকে বেছে নেয়া হয়। 

জাফরান

×