ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

সিনথিয়া ইসলাম নূপুর

জায়েদ খানকে শুধু ডিগবাজি দিতে দেখি

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৬:৪৯, ২ ফেব্রুয়ারি ২০২৫

জায়েদ খানকে শুধু ডিগবাজি দিতে দেখি

ছবিঃ সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান আবারও আলোচনায়। তবে এবার কোনো সিনেমা বা সংগঠন নিয়ে নয়, বরং অভিনেত্রীর এক মন্তব্য ঘিরে।

সম্প্রতি একটি টেলিভিশন শোতে উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় নৃত্যশিল্পী ও মডেল সিনথিয়া ইসলাম নূপুর-কে প্রশ্ন করেন, তিনি জায়েদ খানকে কোথায় দেখেন? উত্তরে নূপুর বলেন, "আমি তাকে শুধু ডিগবাজি দিতে দেখি, ছোট পর্দায় মোবাইলের স্ক্রিনে দেখি তিনি ডিগবাজি দিচ্ছেন।"

নূপুরের এই মন্তব্য শোতে উপস্থিত অতিথি ও দর্শকদের মধ্যে হাস্যরসের সৃষ্টি করে। পরবর্তীতে ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এটি মজার ছলে গ্রহণ করলেও, কেউ কেউ মন্তব্যটি বিতর্কিত বলছেন।

এ বিষয়ে জানতে চাইলে জায়েদ খান এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে নেটিজেনদের অনেকেই বলছেন, এই মন্তব্যের মাধ্যমে মূলত চলচ্চিত্রের সাম্প্রতিক অবস্থা ও অভিনয়শিল্পীদের অবস্থান নিয়ে পরোক্ষভাবে ইঙ্গিত করা হয়েছে।

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক জায়েদ খান বিভিন্ন সময় নানা বিতর্কের মুখে পড়েছেন। তবে এবার তিনি আলোচনায় এলেন সম্পূর্ণ ভিন্ন এক কারণে। এখন দেখার বিষয়, তিনি এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানান কি না।

জাফরান

×