ছবিঃ সংগৃহীত
জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তার এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী ও লেখক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনের উপর ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস হুমায়ুন আহমেদ যদি বেঁচে থাকতেন তবে ২০২৪ সালের গণহত্যাকারী পলাতক স্বৈরাচারের জন্য তার স্ত্রী মেহের আফরোজ শাওনের নির্লজ্জ সমর্থন দেখে, আর একটা বহুব্রীহি নাটক বানিয়ে সেই নাটকে শাওন নামে কোন মহিলা চরিত্র রাখতো।
১৯৭১ সালের গণহত্যাকারীদের সহযোগী রাজাকার-আলবদর ও আলশামস বাহিনীর সদস্যদের প্রয়াত হুমায়ুন আহমেদ কি পরিমাণ ঘৃণা করতেন তার প্রমাণ হলো নিজের কালজয়ী নাটক বহুব্রীহি এর টিয়া পাখির মুখে "তুই রাজাকার" সংলাপ দিয়ে তা পুরো বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া।
মূলত, পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রীর ছবি দিয়ে বইমেলায় বানানো হয়েছে ডাস্টবিন, সেই বিনে ময়লার টুকরো ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি প্রকাশ করেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব। এই ঘটনার জন্যই সমালোচনা করেছিলেন শাওন। যার পরিপ্রেক্ষিতে মোস্তফা কামাল পলাশ ক্ষোভ প্রকাশ করেন শাওনের উপর।
রিফাত