ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

আইসিইউতে সাবিনা ইয়াসমিন

প্রকাশিত: ১২:৩৪, ২ ফেব্রুয়ারি ২০২৫

আইসিইউতে সাবিনা ইয়াসমিন

প্রখ্যাত গায়িকা সাবিনা ইয়াসমিনকে রাজধানীর গুলশানের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

শুক্রবার রাতে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত কর্পোরেট শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে পারফর্ম করার সময় মঞ্চে পড়ে যান এই গায়িকা। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কিংবদন্তি এই গায়কের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন যারা এই ঘটনায় হতবাক হয়ে গিয়েছিলেন। সাবিনা ইয়াসমিনের মঞ্চে ফিরে আসার বিষয়টি অত্যন্ত প্রত্যাশিত ছিল, যা তার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য ঘটনাটিকে আরও উদ্বেগজনক করে তুলেছিল।

 

এসআরএস

×