বলিউডের মহাতারকারা প্রায় সকলেই ষাটের কাছাকাছি, তবুও শাহরুখ, সলমন, আমির ও হৃতিক এখনও তরুণ চরিত্রে মানানসই। তবে কালের ছাপ সবারই পড়ে।
সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তারকাদের বার্ধক্যের ছবি তৈরি করে শিল্পী জোসেফ। ৩০ জানুয়ারির এই ছবিগুলোতে টাক মাথার আমির, বলিরেখাভরা শাহরুখ, পাকা চুলের সালমনসহ আরও তারকাদের দেখা যায়। নায়িকারাও বাদ যাননি।
তথ্যপ্রযুক্তির অগ্রগতির সঙ্গে এআই-নির্মিত ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ছে। যদিও প্রযুক্তিগত জ্ঞান থাকলে এগুলো চেনা সম্ভব, তবে নিখুঁত এআই ছবি অনেক সময় বিভ্রান্ত করতে পারে। তবে এই ছবিগুলো দেখে অনুরাগীরা সহজেই বুঝে নেন যে সেগুলো কৃত্রিম।
রাজু