ছবি: সংগৃহীত
সম্প্রতি স্টার জলসায় শুরু হয়েছে লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিক 'চিরসখা'। এই ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা ঘোষ দাস এবং সুদীপ মুখোপাধ্যায়।
ধারাবাহিকটি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক চর্চা। গল্পে দেখা যাচ্ছে বিধবা অপরাজিতা, যার স্বামীর বন্ধু সুদীপ, যিনি স্বামীর মৃত্যুর পর থেকে অপরাজিতার বাড়িতে বসবাস করছেন, নতুন কাকা হিসেবে।
ধারাবাহিকটির কাহিনী নিয়ে কিছু নেটিজেনের মধ্যে মতবিরোধ দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন 'শ্রীময়ী' ধারাবাহিকের সঙ্গে এর কিছু মিল রয়েছে, তবে ধারাবাহিকটির আসল রূপ হলো একজন নারীর সংগ্রাম ও লড়াই।
তবে গণ্ডগোল সৃষ্টি হয়েছে ধারাবাহিকের আর এক চরিত্রকে কেন্দ্র করে। ধারাবাহিকে অপরাজিতার তিন ছেলে-মেয়ে রয়েছে, এবং তাদের মধ্যে একজন হলেন অভিনেতা রাজা।
২০১৫ সালে 'কোজাগরি' ধারাবাহিকে অপরাজিতা এবং রাজা একে অপরের বিপরীতে নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু মাত্র দশ বছরে বদলে গেছে সবকিছু। 'চিরসখা' ধারাবাহিকে রাজা এখন অপরাজিতার ছেলের চরিত্রে অভিনয় করছেন, আর তাই অনেকেই চমকে উঠেছেন।
নেটিজেনদের মধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে, বিশেষ করে রাজা এবং অপরাজিতার মা-ছেলের চরিত্রে অভিনয় করা নিয়ে।
অনেকেই মনে করছেন, নায়ক-নায়িকা থেকে একে অপরের মা ও ছেলে চরিত্রে অভিনয় করার বিষয়টি কিছুটা অস্বাভাবিক। কেউ কেউ বলছেন, অপরাজিতাকে বেশি বয়স্ক দেখানোর জন্যই এই বিষয়টি বিভ্রান্তিকর হয়ে উঠেছে।
এম.কে.