ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

ছোটবেলার বুবলি!

প্রকাশিত: ২৩:৫৭, ১ ফেব্রুয়ারি ২০২৫

ছোটবেলার বুবলি!

ছবি: সংগৃহীত।

বুবলি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত, একদিন সে নিজেকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে সবাই তাকে চিনবে, সম্মান করবে। কিন্তু তার চারপাশের মানুষ তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করত, বলত— "তুই পারবি না!"

কিন্তু বুবলি দমে যাওয়ার মেয়ে ছিল না।

একদিন সে ঠিক করল, নিজেকে প্রমাণ করবেই। রাত-দিন পরিশ্রম করে নিজেকে তৈরি করল। ধাপে ধাপে নিজেকে দক্ষ করে তুলল। অনেক অপমান, ব্যর্থতা আর কষ্ট সয়েও সে এগিয়ে যেতে থাকল।

একসময় তার পরিশ্রম ফল আনল। সে তার স্বপ্নের পেশায় সফল হলো। আজ সবাই তার কথা বলে, তাকে নিয়ে আলোচনা করে। যারা একসময় অবহেলা করত, তারাই এখন গর্ব করে বলে— "বুবলি আমাদের চেনা মানুষ!"

এক সন্ধ্যায়, আকাশের দিকে তাকিয়ে বুবলি নিজেকেই বলল, — "আমি পেরেছি!"

শিক্ষা:

কখনো অন্যের কথায় দমে যেও না। তুমি যদি নিজেকে বিশ্বাস করো, পরিশ্রম করো, তবে সফলতা আসবেই!

নুসরাত

×