ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

অপু বিশ্বাসের বিরুদ্ধে গুরুতর প্রতারণার অভিযোগ!

প্রকাশিত: ২১:২৮, ১ ফেব্রুয়ারি ২০২৫

অপু বিশ্বাসের বিরুদ্ধে গুরুতর প্রতারণার অভিযোগ!

ছবি: সংগৃহীত।

ঢাকাই চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস, যিনি 'বিউটি কুইন' নামে পরিচিত, তার ক্যারিয়ারে এক দশকের বেশি সময় ধরে প্রায় ১০০ সিনেমায় অভিনয় করেছেন। চলচ্চিত্রের পাশাপাশি তিনি দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসাসফল সিনেমা। তবে বর্তমানে সিনেমার চেয়ে তিনি শোরুম উদ্বোধন, প্রোমোশন, ফটোশুট এবং বিভিন্ন ব্যবসায়িক কাজে বেশি সময় ব্যয় করছেন।

তবে সম্প্রতি ঢাকায় কামরাঙ্গীরচরে গত ২৮ জানুয়ারি একটি রেস্টুরেন্ট উদ্বোধন করতে গিয়ে অপু বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ ওঠে। খবর ছড়িয়ে পড়ে যে, তিনি রেস্টুরেন্ট উদ্বোধনে অংশ নেননি এবং অনুষ্ঠানে বাধা দিয়েছেন। তবে, এই অভিযোগ অস্বীকার করেছেন অপু বিশ্বাস নিজে। তিনি জানিয়েছেন, রেস্তোরাঁ কর্তৃপক্ষের চাহিদা ছিল একটি ভিডিও বার্তা, যা তিনি দিতে পারেননি।

গত মঙ্গলবার 'সোনার থালা' নামে একটি রেস্তোরাঁ উদ্বোধন করার কথা ছিল অপু বিশ্বাসের। কিন্তু পারিশ্রমিকের অগ্রিম ৫০ হাজার টাকা নেয়ার পরও তিনি অনুষ্ঠানে উপস্থিত হননি বলে অভিযোগ ওঠে। এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন 'সোনার থালা' রেস্তোরাঁর মালিকের ভাই নৃত্যপরিচালক ও অভিনয়শিল্পী প্রিন্স রানা।

প্রিন্স রানা অভিযোগ করে বলেন, "গত মঙ্গলবার ১ লাখ টাকার বিনিময়ে অপু বিশ্বাসকে রেস্তোরাঁ উদ্বোধনের জন্য কনফার্ম করা হয়েছিল। তবে, অনুষ্ঠান শুরুর আগের দিন থেকেই আমরা তাকে ফোনে পাইনি এবং শেষ পর্যন্ত তাকে ছাড়াই উদ্বোধন করতে হয়েছে। উদ্বোধন শেষ হওয়ার দেড় ঘণ্টা পর অপু বিশ্বাস ফোন করে জানতে চান কোথায় আসবেন, তখন তাকে জানানো হয় যে অনুষ্ঠান ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এরপর তিনি ৫০ হাজার টাকা ফেরত দাবি করেন, কিন্তু একই সময়ে বাকি ৫০ হাজার টাকা চেয়েছিলেন।"

তিনি আরও বলেন, "আমরা তাকে ভিডিও বার্তা দেয়ার অনুরোধও করেছিলাম, কিন্তু তিনি তাতে সাড়া দেননি। তার উপস্থিতি না থাকার কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে, তাই আমরা শিল্পী সমিতির সহায়তা চেয়েছি।"

এই অভিযোগের বিষয়ে শিল্পী সমিতির সহ-সভাপতি এবং মুখপাত্র ডি এ তায়েব নিশ্চিত করেছেন যে, তারা অপু বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ পেয়েছেন। যদিও অভিযোগের বিষয়ে জানতে অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলেও, তার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নুসরাত

×