ছবি: সংগৃহীত।
‘চাচা, হেনা কোথায়?’—সম্প্রতি এই সংলাপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেমের সমাধি’ সিনেমায় এটি ব্যবহৃত হয়েছিল। সেখানে অভিনয় করেছিলেন আনোয়ার হোসেন এবং বাপ্পারাজ, এবং হেনা চরিত্রে ছিলেন শাবনাজ। সিনেমাটিতে অন্য নায়ক ছিলেন অমিত হাসান।
‘প্রেমের সমাধি’ ছবিটি ২৯ বছর আগে মুক্তি পেয়েছিল এবং এর পরিচালক ছিলেন ইফতেখার জাহান। সম্প্রতি এই ছবির সংলাপটি আবারো ভাইরাল হয়ে উঠেছে, এবং বিশেষ করে বাপ্পারাজের অভিনীত সেই বিখ্যাত সংলাপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক হাস্যরস। হঠাৎ করে “চাচা, হেনা কোথায়?” এই সংলাপটি ঘিরে সয়লাব হয়ে গেছে সোশ্যাল মিডিয়া।
এই ভাইরাল হওয়ার বিষয়টি অবশ্য দু'জন অভিনয়শিল্পীর নজরেও এসেছে। যদিও এখন তারা অভিনয়ে অনিয়মিত, তবে পুরনো কাজ নতুন করে আলোচিত হওয়ার ব্যাপারে শাবনাজ জানিয়ে বলেন, গত শনিবার (১ ফেব্রুয়ারি) এক সংবাদমাধ্যমকে, তারা দু'জনই ভিডিওটি নিয়ে বেশ হাসাহাসি করেছেন। শাবনাজ বলেন, “ফেসবুক ব্যবহার করার সময় আমরা একে অপরকে পাঠিয়েছি এবং বিষয়টি নিয়ে আমরা মজা পাচ্ছি। আমি খুব খুশি যে, মানুষ এখনো সিনেমাটির কথা মনে রেখেছে এবং তারা সেই আবেগ অনুভব করতে পারছে যা সিনেমাটির নায়ক-নায়িকা দেখিয়েছিলেন।”
তিনি আরও বলেন, “তখন সিনেমাটি মুক্তির পর দর্শকরা সেটি দেখেছিল এবং বেশ জনপ্রিয় হয়েছিল। এরপর অনেক বছর কেটে গেছে এবং নতুন সিনেমা, নতুন গল্প আসছে—তবে ২৯ বছর আগে মুক্তি পাওয়া সিনেমাটি এখনও মানুষের মনে জায়গা করে নিয়েছে। এই বিষয়টি সত্যিই আমাকে ভালো লাগছে।”
প্রসঙ্গত, ‘প্রেমের সমাধি’ সিনেমাটি ১৯৯৬ সালে মুক্তি পায় এবং তা তৎকালীন সময়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ছবিতে বাপ্পারাজ ও শাবনাজের অভিনয় প্রশংসিত হয়েছিল। অন্যদিকে অমিত হাসান, এটিএম শামসুজ্জামান, আনোয়ার হোসেন, গাংগুয়া, এবং দিলদার সহ আরও অনেকেই বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন।
নুসরাত