পরীমনিকে চুক্তিপত্র হস্তান্তর করেন নির্মাতা মো. সামছুল হুদা
নির্মাতার খাতায় নাম লিখিয়েছেন অনেক আগেই। অসংখ্য মিউজিক ভিডিও ও বেশকিছু দর্শকপ্রিয় নাটকও নির্মাণ করেছেন নতুন প্রজন্মের নির্মাতা মো. সামছুল হুদা। তবে এই প্রথম নির্মাণ করছেন চলচ্চিত্র। নাম রেখেছেন ‘গোলাপ’। অনিক বিশ^াসের গল্প ও চিত্রনাট্যে গল্পওয়ালা প্রোডাকশন হাউজের প্রযোজনায় নির্মিত হচ্ছে এ সিনেমা। এতে চুক্তিবন্ধ হলেন বাংলাদেশের সিনেমার এই প্রজন্মের সবচেয়ে আলোচিত, জনপ্রিয়, দর্শকের ভালোবাসায় সিক্ত এবং ব্যক্তি জীবনে ভীষণ সংগ্রামী, প্রতিবাদী নায়িকা পরীমনি। এই সিনেমারই রূপা চরিত্রে অভিনয় করবেন তিনি।
বিষয়টি ৩১ জানুয়ারি রাতে পরীমনিই সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। নিশ্চিত করেছেন পরিচালক সামছুল হুদাও। পরিচালক জানান চলতি মাসের শেষের দিকে সৈয়দপুরের বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ শুরু হবে। ‘গোলাপ’ সিনেমাতে রূপা চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে চিত্রনায়িকা পরীমনি বলেন, ‘গোলাপ’ একটি অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমা। অনেকদিন ধরেই এই ধরনের গল্পের সিনেমায় কাজ করা হয়ে উঠছে না। সিনেমার গল্পে রূপা নাচবে, প্রেম করবে এমন কী ফাইটও করবে। রূপা চরিত্রটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সিনেমাটির গল্পে নানা ধরনের টুইস্ট আছে। আশা করছি এই টুইটস্টগুলোকে ঘিরেই অনেক মজা হবে। দর্শকের ভালো লাগবে। পরিচালকের জন্য শুভ কামনা রইল। পরিচালক সামছুল হুদা বলেন, শুরুতেই কৃতজ্ঞতা মহান আল্লাহর কাছে। কারণ আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি সিনেমা নির্মাণ করার। গল্পওয়ালা-আমার সেই স্বপ্ন পূরণে পাশে দাঁড়িয়েছে। এটাই আমার জন্য অনেক বড় সাহসের বিষয়। তবে সবচেয়ে অনুপ্রেরণার এবং আমার কাজের গতিকে শতগুণে বাড়িয়ে দিয়েছে পরীমনি আপুর আমার সিনেমার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি। যে কারণে গল্প চূড়ান্ত করার পর তাকে সিনেমাতে চুক্তিবদ্ধ করার জন্য আমি অপেক্ষায় ছিলাম। অবশেষে তিনি ৩০ জানুয়ারি রাতে সময় নিয়ে গল্পটা শুনেছেন এবং সিনেমাতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। আমি আশা করছি তার সর্বাত্মক সহযোগিতায় তাকে নিয়ে গোলাপ সিনেমাটি সুন্দরভাবে সম্পন্ন করে এই বছরই দর্শককে উপহার দিতে পারবো। সিনেমাতে পরীমনির বিপরীতে ‘গোলাপ’ চরিত্রে অভিনয় করছেন নীরব। বাংলাদেশে পরীমনির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত কাজ হলো ওয়েব সিরিজ ‘রঙ্গিলা কিতাব’। এতে পরীমনিকে সুপ্তি চরিত্রে অভিনয়ে দেখা যায়। সুপ্তি চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য ভীষণ প্রশংসিত হয়েছেন তিনি। এদিকে গেল ১৭ জানুয়ারি কলকাতায় মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত ‘ফেলুবক্সী’ সিনেমাটি। এতে তিনি লাবণ্য চরিত্রে অভিনয় করে কলকাতার দর্শকের কাছ থেকে বেশ প্রশংসা কুড়ান।