গেল কদিন আগেই শ্রেণিকক্ষের মধ্যেই ছাত্রকে বিয়ে করছেন কলেজের একজন অধ্যাপক- এমন ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গে এই ঘটনা ঘটেছে।
খবরে বলা হয়েছে, কলকাতা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত নদীয়ার হরিণঘাটা প্রযুক্তি কলেজে এই ঘটনা ঘটেছে। কলেজটি মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে।
এবার সেই ভাইরাল ভিডিও নিয়ে কথা বলেছেন শিক্ষিকা পায়েল।সামাজিক যোগোযোগ মাধ্যমে লাইভ ভিডিওতে শিক্ষিকা বলেন, নমস্কার আমি পায়েল ব্যানার্জি।আজ সকাল থেকেই দেখছি অনেক ভিডিও ভাইরাল হচ্ছে, ক্লিপিংস ভাইরাল হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দেখছি প্রচুর লোকের কমেন্ট আসছে, বক্তব্য আসছে।পজেটিভ নেগেটিভ সব মিলিয়ে আসছে।রিগার্ডিং দিস ভিডিও ।
তিনি আরো বলেন, প্রথম এই ভিডিও সম্পর্কে আমি বলি এটা আমার জন্য খুবই আশ্চর্য ব্যাপার। মানে ১ টা ড্রামা ক্লিপ যে রকম ভাবে ভাইরাল হয়েছে।অবভিয়াসলি সেই অনেকে জিজ্ঞেস করেছে, এই ভিডিওর ব্যাপারে তো ডেফিনিটলি এটা একটা ড্রামা ক্লিপ। আরও অনেক ভিডিও আমাদের আছে ডিপার্টমেন্টের নাচ, গান। যেখানে স্টুডেন্টরা নাচ করছে, গান করছে আমিও পার্টিসিপেট করি বাচ্চাদের সামনে। আমাদের অন্য ফ্যাকাল্টি আছে।
তারাও পার্টিসিপেট করে নাচ, গান, ড্রামা সব কিছুতেই। কিন্তু আমার জন্য আশ্চর্য ব্যাপার এটাই কি নাচ গান এসবের ভিডিও ভাইরাল না হয়ে শুধু পার্টিকুলার সাইকো ড্রামা থেকে কিছু কিছু ক্লিপস ধরে ধরে সেগুলোকে ভাইরাল করা হল।এটাই আমার জন্য আশ্চর্য ব্যাপার এবং এটা কে করেছে কী উদ্দেশ্য নিয়ে করছে সেই ব্যাপারে আমি আর যাচ্ছি না। আমি বলতে চাইছি না।
ফুয়াদ