ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

আইসিইউতে সাবিনা ইয়াসমীন, অবস্থার অবনতি

প্রকাশিত: ১৯:০১, ১ ফেব্রুয়ারি ২০২৫

আইসিইউতে সাবিনা ইয়াসমীন, অবস্থার অবনতি

ছবি: সংগৃহীত।

কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের শারীরিক অবস্থার অবনতি ঘটলে আজ তাঁকে রাজধানীর পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালটির কাস্টমার কেয়ার বিভাগের কর্মকর্তা রাহাত হোসেন।

শুক্রবার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে আয়োজিত ‘আমাদের সাবিনা ইয়াসমিন : আমি আছি থাকব’ শিরোনামে বিশেষ অনুষ্ঠানে গান পরিবেশনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই প্রখ্যাত শিল্পী। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সাবিনা ইয়াসমিনের দ্রুত সুস্থতা কামনা করেছেন তাঁর অনুরাগীরা এবং সংগীতাঙ্গনের সকলেই।

অপরদিকে, সাবিনা ইয়াসমিনের অসুস্থতার খবর শোনার পর তার ভক্তরা সামাজিক মাধ্যমে তার সুস্থতা কামনায় নানা ধরনের পোস্ট করছেন।

নুসরাত

×