ছবিঃ সংগৃহীত
‘পাতাল লোক ২’-এর জনপ্রিয় অভিনেতা জয়দীপ আহলাওয়াত সম্প্রতি কাপুর পরিবারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি রণবীর কাপুর, কারিনা কাপুর খান এবং আলিয়া ভাটের সঙ্গে ‘রকস্টার’, ‘রাজি’ এবং ‘জানে জান’ সিনেমায় অভিনয় করেছেন।
এক সাক্ষাৎকারে জয়দীপ জানান, রণবীরের সঙ্গে ‘রকস্টার’-এ আমার খুব ছোট একটি চরিত্র ছিল। মাত্র চার দিন কাজ করেছি, কিন্তু তাকে ফ্রেমে দেখলেই মন্ত্রমুগ্ধ হয়ে যেতাম। তার কাজের প্রতি নিষ্ঠা দেখার মতো ছিল। তিনি ছিলেন সম্পূর্ণ আত্মবিশ্বাসী ও নিয়ন্ত্রিত।
কারিনা কাপুর খানের প্রসঙ্গে তিনি বলেন, আমি কখনও তাকে শুটিং সেটে রিহার্সাল করতে দেখিনি। তিনি সবসময় প্রস্তুত হয়ে আসতেন, জানতেন কখন কী করতে হবে। তিনি দীর্ঘদিন আগে তারকা হয়েছেন এবং এখনও জনপ্রিয়। তার মধ্যে শেখার আগ্রহ এখনো রয়েছে।
আলিয়া ভাটের সঙ্গে ‘রাজি’ ছবিতে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তিনি বলেন, আলিয়া ভীষণ প্রস্তুতি নিয়ে আসতেন। ‘রাজি’ করতে গিয়ে আমি বুঝতে পারি, তিনি কতটা পরিশ্রম করেন। আজ যারা সফল, তারা কঠোর পরিশ্রমের মাধ্যমেই এই পর্যায়ে এসেছেন।
রিফাত