ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

বলিউডের স্বজনপ্রীতি নিয়ে মুখ খুললেন অঙ্কিতা!

প্রকাশিত: ১২:৫১, ১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১২:৫২, ১ ফেব্রুয়ারি ২০২৫

বলিউডের স্বজনপ্রীতি নিয়ে মুখ খুললেন অঙ্কিতা!

ছবিঃ সংগৃহীত

বলিউডে গ্রুপিং এবং স্বজনপ্রীতি নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। সম্প্রতি, জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে ও তাঁর স্বামী ভিকি জৈন ইউটিউবার এবং বিগ বস ওটিটি ২-এর বিজয়ী এলভিশ যাদবের পডকাস্টে অংশ নেন, যেখানে এই বিষয়ে খোলাখুলি কথা বলেন।  

এলভিশ যখন জানতে চান, বলিউড কি সত্যিই পক্ষপাতদুষ্ট? জবাবে অঙ্কিতা বলেন, পক্ষপাতদুষ্ট নয়, তবে হ্যাঁ, এখানে অনেকে নিজেদের পরিচিতদেরই সুযোগ দিতে চান। এটা সত্যি যে এখানে গ্রুপিং আছে।
  
এই সময় এলভিশ যাদব মাঝপথে তাঁকে থামিয়ে বলেন, "করণ জোহরকে নিয়ে এমন কথা বলো না!" তাঁর মন্তব্য স্পষ্টতই বলিউডের ‘নেপোটিজম’ বিতর্কের দিকে ইঙ্গিত করে। তবে অঙ্কিতা দ্রুত উত্তর দিয়ে বলেন, "এটা শুধু করণ জোহর নন, সবাই নিজেদের গ্রুপের মানুষদের সঙ্গেই কাজ করতে পছন্দ করেন।"

অঙ্কিতার স্বামী ভিকি জৈনও তাঁর বক্তব্যকে সমর্থন করেন এবং বলেন, বলিউডে এমন অনেকেই আছেন যারা কেবলমাত্র পরিচিতদেরই কাজের সুযোগ দেন এবং বহিরাগতদের জন্য সুযোগ পাওয়া কঠিন হয়ে যায়। 

অঙ্কিতা লোখান্ডে ভারতীয় বিনোদন জগতে পরিচিত মুখ। ছোট পর্দায় "পবিত্র রিশতা" ধারাবাহিক দিয়ে তাঁর যাত্রা শুরু হয়, যেখানে তিনি ‘অর্চনা’ চরিত্রে অভিনয় করেন। এই সিরিয়ালে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তাঁর রসায়ন দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।

পরবর্তী সময়ে অঙ্কিতা বড় পর্দায় আত্মপ্রকাশ করেন এবং "মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি" ও "বাঘি ৩"-এর মতো সিনেমায় নজরকাড়া অভিনয় করেন। সম্প্রতি তিনি "স্বাধীন বীর সাভারকর" সিনেমায় রণদীপ হুদার বিপরীতে অভিনয় করেছেন।

২০২৩ সালে অঙ্কিতা এবং তাঁর স্বামী ভিকি জৈন "বিগ বস ১৭"-এ অংশ নেন, যেখানে তাঁদের ব্যক্তিগত জীবনের অনেক বিষয় উঠে আসে।

অঙ্কিতা লোখান্ডে এখন ব্যস্ত রয়েছেন তাঁর নতুন ওয়েব সিরিজ "অম্রপালি" নিয়ে, যেখানে তিনি প্রাচীন বৈশালীর বিখ্যাত রাজনর্তকীর চরিত্রে অভিনয় করবেন। এছাড়াও, তিনি বর্তমানে "লাফটার শেফস"-এর দ্বিতীয় সিজনে দেখা যাচ্ছে।

 

সূত্রঃ https://www.facebook.com/share/1AyMGNPCkD/

রিফাত

×