ছবি: সংগৃহীত।
ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী উদিত নারায়ণ আবারও সংবাদ শিরোনামে, তবে এবারের কারণ তার সঙ্গীতমূলক কাজ নয়, বরং অপ্রত্যাশিত এবং বিতর্কিত এক আচরণ! এতে চরম সমালোচনার মুখে পড়েছেন এই জ্যেষ্ঠ গায়ক।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে উদিত নারায়ণ মঞ্চে তার জনপ্রিয় গান "টিপ টিপ বারসা পানি" গাইছেন। গানের মধ্যে বেশ কয়েকটি নারী ভক্ত মঞ্চের সামনে এসে তাদের সঙ্গে সেলফি তোলার জন্য উৎসাহী হচ্ছিলেন। তখন উদিত নারায়ণ, গাইতে গাইতে মাটিতে বসে তাদের সঙ্গে সেলফি তোলেন। কিন্তু এরপরই ঘটে বিতর্কিত ঘটনা।
ভিডিওটিতে দেখা যায়, উদিত নারায়ণ এক নারী ভক্তের সঙ্গে সেলফি তোলার পর তাকে গালে চুমু দেন। এরপর আরেক নারী ভক্ত যখন তার ঠোঁটে চুমু খেতে চান, গায়ক তাতে সম্মতি জানিয়ে তাকে ঠোঁটে চুমু দেন।
এই ঘটনা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার এই অপ্রত্যাশিত আচরণের সমালোচনা করছেন, আর কিছু ভক্ত আবার তার পক্ষেও কথা বলেছেন। এই ঘটনায় উদিত নারায়ণের ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ন হয়েছে, তবে তার পক্ষ থেকে এখনো কোনও মন্তব্য আসেনি।
নুসরাত